TRENDING:

#PulwamaAttack: মোদির আমলে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল সরকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মোদি জমানার শেষ পর্বে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪২ জন জওয়ান । আত্নঘাতী হামলার পরই এক সর্বদলীয় বৈঠক করতে চলেছে কেন্দ্র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসনকালে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার ।
advertisement

পুলওয়ামা হামলার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সেই বিষয়টি নিয়েই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবারের এই বৈঠকে । উরি, পাঠানকোট ও নাগরোতা হামলার পরই এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল বিজেপি সরকার । এর আগে ২০১৬ সেপ্টেম্বরে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল যদিও সেক্ষেত্রে বিরোধী দলগুলিকে কেবলমাত্র উপস্থিত হওয়ার ডাক দেওয়া হয়েছিল ও তারপরই সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার, কিন্তু শনিবারের সর্বদলীয় বৈঠকই নির্ধারণ করবে সরকারের পরবর্তী পদক্ষেপ ।

advertisement

এই হামলাকে ঘিরে ইতিমধ্যেই ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরেছে। ঘটনার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী । ইতিমধ্যেই প্রতিবেশী দেশের থেকে 'মোস্ট ফেবার্ড নেশন' তকমা কেড়ে নিয়েছে ভারত।

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

পুলওয়ামা হামলায় সরকারকে সমর্থন করবেন, স্পষ্ট জানিয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধি । জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কোনও রকম রাজনৈতিক দ্বন্দ্বের কোনও জায়গা নেই, জানিয়েছেন রাহুল ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#PulwamaAttack: মোদির আমলে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল সরকার