TRENDING:

বালাকোটে কষা হয় পুলওয়ামার ছক, জবাব দিতে বালাকোটেই হামলা ভারতীয় সেনার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বালাকোটেই পুলওয়ামা হামলার ছক কাষা হয়েছিল ৷ তাই বালাকোটে জঙ্গি শিবিরকেই বেছে নেওয়া হয় ভারতের পাল্টা হানার জন্য ৷ বালাকোটে জঙ্গি শিবির দেখভাল করে পাক সেনা ৷ বালাকোটে জঙ্গি শিবির থেকেই প্রশিক্ষণ নিয়ে পুলওয়ামায় হামলা চালায় জঙ্গিরা ৷ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড গাজির প্রশিক্ষণও বালাকোটেই হয় বলে জানা গিয়েছে ৷ মাসুদ আজহারের ছেলে আবদুল্লারও প্রশিক্ষণ হয় বালাকোটে ৷
advertisement

জঙ্গি শিবরে অন্তত ৫০০ জঙ্গির প্রশিক্ষণ হয় ৷ সম্প্রতি ৬০ জইশ জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয় আত্মঘাতী হামলার জন্য ৷ বালাকোটে জঙ্গিেদর ৩ মাসের প্রশিক্ষণ ৷ বালাকোটের জঙ্গিদের ৫-৬ বারাকে প্রশিক্ষণ হয় ৷ জঙ্গি শিবরের ভিতরে জিম, সুইমিং পুলও রয়েছে ৷ আরও বারাক তৈরির প্রস্তুতিও চলছিল ৷

আরও পড়ুন সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকুন, পাকিস্তানের জনতা ও সেনাকে আর্জি ইমরান খানের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সেই বালাকোটেই এয়ারস্ট্রাইক করে ভারতীয় সেনা ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা দেয় ভারতীয় বিমানের ৷ অভিযানে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ৷ ভোর ৩.৩০ নাগাদ হানা ভারতীয় বিমানের ৷ ভারতের অভিযানের কথা স্বীকার করেছে পাকিস্তান ৷  ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিতে ৷ বালাকোটে জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা ৷ গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বালাকোটে কষা হয় পুলওয়ামার ছক, জবাব দিতে বালাকোটেই হামলা ভারতীয় সেনার