TRENDING:

বালাকোটে কষা হয় পুলওয়ামার ছক, জবাব দিতে বালাকোটেই হামলা ভারতীয় সেনার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বালাকোটেই পুলওয়ামা হামলার ছক কাষা হয়েছিল ৷ তাই বালাকোটে জঙ্গি শিবিরকেই বেছে নেওয়া হয় ভারতের পাল্টা হানার জন্য ৷ বালাকোটে জঙ্গি শিবির দেখভাল করে পাক সেনা ৷ বালাকোটে জঙ্গি শিবির থেকেই প্রশিক্ষণ নিয়ে পুলওয়ামায় হামলা চালায় জঙ্গিরা ৷ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড গাজির প্রশিক্ষণও বালাকোটেই হয় বলে জানা গিয়েছে ৷ মাসুদ আজহারের ছেলে আবদুল্লারও প্রশিক্ষণ হয় বালাকোটে ৷
advertisement

জঙ্গি শিবরে অন্তত ৫০০ জঙ্গির প্রশিক্ষণ হয় ৷ সম্প্রতি ৬০ জইশ জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয় আত্মঘাতী হামলার জন্য ৷ বালাকোটে জঙ্গিেদর ৩ মাসের প্রশিক্ষণ ৷ বালাকোটের জঙ্গিদের ৫-৬ বারাকে প্রশিক্ষণ হয় ৷ জঙ্গি শিবরের ভিতরে জিম, সুইমিং পুলও রয়েছে ৷ আরও বারাক তৈরির প্রস্তুতিও চলছিল ৷

আরও পড়ুন সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকুন, পাকিস্তানের জনতা ও সেনাকে আর্জি ইমরান খানের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই বালাকোটেই এয়ারস্ট্রাইক করে ভারতীয় সেনা ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা দেয় ভারতীয় বিমানের ৷ অভিযানে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ৷ ভোর ৩.৩০ নাগাদ হানা ভারতীয় বিমানের ৷ ভারতের অভিযানের কথা স্বীকার করেছে পাকিস্তান ৷  ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিতে ৷ বালাকোটে জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা ৷ গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বালাকোটে কষা হয় পুলওয়ামার ছক, জবাব দিতে বালাকোটেই হামলা ভারতীয় সেনার