TRENDING:

পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ১০.৩৮ কোটি টাকা! অসমের মুখ্যমন্ত্রীকেও টেক্কা হিমন্ত বিশ্বশর্মার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: দু'- এক কোটি নয়৷ গত পাঁচ বছরে অসমের স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০.৩৮ কোটি টাকা৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷ ওই রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে হিমন্ত বিশ্বশর্মার সম্পত্তির পরিমাণ ছিল ৬.৩৮ কোটি টাকা৷ সেখানে বর্তমানে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ১৭.২৭ কোটি টাকা৷ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১৭১ শতাংশ!
advertisement

তবে একা হিমন্ত বিশ্বশর্মা নন৷ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ তাঁকেও ছাপিয়ে গিয়েছেন বিজেপি এবং তার এক জোট শরিকের আরও দুই বিধায়ক৷ হিমন্ত বিশ্বশর্মা সহ এই তিনজনই এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন৷ গত পাঁচ বছরে ঢাকুয়াখানার বিজেপি বিধায়ক নবকুমার দোলের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১৮.২২ কোটি টাকা৷ ২০১৬ সালে এই বিধায়কের সম্পত্তির পরিমাণ ছিল ৭.৩০ কোটি টাকা৷ ২০২১ সালে তা বেড়ে হয়েছে ২৫.৫২ কোটি টাকা৷ বিজেপি-র জোট শরিক এআইডিইউএফ-এর বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১০.১১ কোটি টাকা৷ ২.৭১ কোটি টাকা থেকে পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়ে হয়েছে ১৩.৮১ কোটি টাকা৷

advertisement

এর আগের বার নির্বাচনে জয়ী যে ৯০ জন বিধায়ক ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাঁচ বছরে তাঁদের সম্পত্তির কতটা বৃদ্ধি পেয়েছে, সেই তথ্যই খতিয়ে দেখেছে আসাম ইলেকশন ওয়াচ এবং এডিআর৷ এই রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে নির্দল সহ এই বিভিন্ন দলের এই ৯০ জন বিধায়কের গড় সম্পত্তির পরিমাণ ছিল ২.৫২ কোটি টাকা৷ পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ৪.৪৪ কোটি টাকা৷ অর্থাৎ গড়ে এক একজন বিধায়কের সম্পত্তি বেড়েছে ১.৯১ কোটি টাকা বা ৭৬ শতাংশ৷ বিজেপি-র যে ৪৫জন বিধায়ক পুনরায় ভোটে লড়ছেন, তাঁদের গড় সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ২.৪৭ কোটি টাকা (১০৮ শতাংশ)৷ আর কংগ্রেসের ১৭ জন বিধায়ক যাঁরা আবার ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ গড়ে ৯৭ লক্ষ টাকার কিছু বেশি বা ৪১.৪৪ শতাংশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৬ সালে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ১.৮৫ কোটি টাকা৷ পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ৩.১৭ কোটি টাকা৷ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ৭১ শতাংশ৷ তবে হিমন্ত বিশ্বশর্মার মতো অসম মন্ত্রিসভার অনেক সদস্যই সম্পত্তি বৃদ্ধির নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ১০.৩৮ কোটি টাকা! অসমের মুখ্যমন্ত্রীকেও টেক্কা হিমন্ত বিশ্বশর্মার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল