এ দিন প্রিয়াঙ্কা গান্ধি যে ব্যাগটি নিয়ে সংসদে আসেন, তার গায়ে বিশেষ বার্তায় লেখা ছিল, ‘বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের পাশে থাকুন৷’ প্রিয়াঙ্কা গান্ধির দেখাদেখি বিরোধী পক্ষের আরও বেশ কিছু সাংসদও একই ধরনের ব্যাগ নিয়ে এসে সংসদ চত্বরে প্রতিবাদে সরব হন৷ সোমবার লোকসভার জিরো আওয়ারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়টি নিয়ে সরব হওয়ার জন্য আর্জি জানান৷ কূটনৈতিক ভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে সেদেশের হিন্দু এবং খ্রিস্টানদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও আর্জি জানান প্রিয়াঙ্কা৷
advertisement
আরও পড়ুন: ‘এক দেশ এক নির্বাচন’ বিল নিয়ে ভোটাভুটি লোকসভায়! পক্ষে-বিপক্ষে ভোট পড়ল কত? জানুন ফলাফল
প্রিয়াঙ্কা বলেন, সরকারের উচিত বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের উপরে অত্যাচারের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া৷ আমাদের এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে যাঁরা যন্ত্রণার মধ্যে রয়েছেন তাঁদের পাশে দাঁড়ানো উচিত৷
গতকাল প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসেন প্রিয়াঙ্কা৷ তার আগের দিনই ওয়েনাডের কংগ্রেস সাংসদের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান প্যালেস্তাইন দূতাবাসের প্রতিনিধি৷ প্রিয়াঙ্কা প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় আসায় বিজেপি-র কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে৷ বিজেপি-র পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, বাংলাদেশি সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে কেন সরব হচ্ছেন না কংগ্রেস সাংসদ?