TRENDING:

অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে প্রশ্নের মুখে রাজনাথ

Last Updated:

অরুণাচল সংকটের জের গড়াল শীর্ষ আদালত পর্যন্ত। বিজেপি সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল কংগ্রেস। অরুণাচল সংকট কড়া অবস্থান নিচ্ছেন রাষ্ট্রপতিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও লিখিত ব্যাখ্যা তলব করেন প্রণব মুখোপাধ্যায়। অরুণাচলে ১৭৩ বি ধারা নিয়ে কেন্দ্রের বক্তব্য জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অরুণাচল সংকটের জের গড়াল শীর্ষ আদালত পর্যন্ত। বিজেপি সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল কংগ্রেস। অরুণাচল সংকট কড়া অবস্থান নিচ্ছেন রাষ্ট্রপতিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও লিখিত ব্যাখ্যা তলব করেন প্রণব মুখোপাধ্যায়। অরুণাচলে ১৭৩ বি ধারা নিয়ে কেন্দ্রের বক্তব্য জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।
advertisement

১৭৩বি ধারা প্রযোজ্য নয় অরুণাচলে। এই যুক্তিতেই অরুণাচলে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্রে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা সংবিধানের ১৭৪(১)ধারাকেই হাতিয়ার করছে। কোনওভাবেই কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দুটি বিধানসভার অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি ব্যবধান থাকলে তা নাগরিক অধিকারে হস্তক্ষেপের সামিল ৷ সোমবার অরুণাচল সংকট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষা‍ৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন, তা নিয়ে রাজনাথের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি রাষ্ট্রপতি। কেন্দ্রকে লিখিতভাবে বক্তব্য জানানোর নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, ১৭৪(১)এর সাথে সাথে রাজ্যপালের ভূমিকা নিয়ে ১৭৫(২) ধারাকেও হাতিয়ার করতে পারে কেন্দ্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

অরুণাচল সংকট নিয়ে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সোনিয়া গান্ধিও। সোমবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে লিখিতভাবেও নিজেদের অবস্থান তুলে ধরে কংগ্রেস প্রতিনিধিদল। শাসকদল কংগ্রেসের বিধায়কদের একাংশের বিদ্রোহে বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস। সেখানেই অরুণাচল সংকটের সূত্রপাত। সংকটের মুখে রাজ্যপাল জেপি রাজখোয়ার আরজি মেনেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বাংলা খবর/ খবর/দেশ/
অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে প্রশ্নের মুখে রাজনাথ