সোমবার দিল্লিতে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে দিল্লিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, গ্রামের মানুষের মধ্যে শত্রুতা তৈরি যাতে না হয়, তার জন্য অনেকেই দলের লাইনের বাইরে গিয়েও কাজ করেন। রাজনীতির থেকেও পঞ্চায়েত নির্বাচনে গ্রামের উন্নয়ন এবং সমৃদ্ধি বড় হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, আর মাস খানেকের মধ্যে বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে। বাংলার নির্বাচনে রাষ্ট্রপতির এই বার্তা রাজনৈতিক দলগুলি প্রার্থী দেওয়ার সময় মাথায় রাখে কি না, সেটাই এখন দেখার৷
পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রাজনৈতিক হিংসা, উত্তেজনার প্রবল সম্ভাবনা৷ ভোটের অঙ্কের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলি মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো বিষয়ের উপর জোর দেয় কি না, তা হয়তো সময়ই বলবে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 12:37 AM IST