TRENDING:

Prashant Kishor: 'বিজেপির পরাজয় নিশ্চিত, হারিয়ে দেবেন 'উনি' নিজেই', এবার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Last Updated:

Prashant Kishor: পিকে-র চ্যালেঞ্জ, ''আজ যদি বিহারের জনগণ কারও প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে, তাহলে তিনি হলেন নীতীশ কুমার।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রশান্ত কিশোর বলেছেন, NDA-তে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে যে সংশয় চলছে, বিজেপি যদি সাহসী হয়, তাহলে তারা বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে লড়ুক। পিকে-র চ্যালেঞ্জ, ”আজ যদি বিহারের জনগণ কারও প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে, তাহলে তিনি হলেন নীতীশ কুমার।”
কাকে নিশানা করলেন পিকে?
কাকে নিশানা করলেন পিকে?
advertisement

প্রশান্ত কিশোরের কথায়, ”বিহারের জনগণ নীতীশ কুমারের অফিসার রাজ নিয়ে বিরক্ত, এমনকী বিজেপিও জানে যে নীতীশ কুমার আজ রাজনৈতিক বোঝা হয়ে গিয়েছেন এবং কেউ তাকে কাঁধে তুলে সমস্যা পার করাতে পারবে না। কিন্তু নিয়তি এমন যে, বিজেপির জন্যও বাধ্যতামূলক হয়ে গেছে, তারা পরবর্তী নির্বাচন নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এবং নীতীশ কুমারই NDA-র মুখ হবেন।”

advertisement

আরও পড়ুন: একটা পাখি মেরে ফেলল চার কোটি মানুষকে! কোনও গল্প নয়, একদমই সত্যি! কী করে ঘটল এমন?

বিহারের রাজনীতিতে ধীরেধীরে নিজেকে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেই সূত্রে প্রশান্ত কিশোর বলেছেন, ”জন সুরজ পার্টির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না যে, NDA-কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে নামতে হচ্ছে। যদি এমন হয় তাহলে ২০২০-র নির্বাচনে জেডিইউ-র সঙ্গে যা হয়েছিল, এবার জেডিইউ-র সঙ্গেসঙ্গে বিজেপির সঙ্গেও তাই ঘটবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি বলেন, ”বিহারের মানুষের চিন্তা করার পরিবর্তে বিজেপি দিল্লির কিছু সাংসদের লোভের কারণে বিহারকে নীতীশ কুমারের হাতে ছেড়ে দিয়েছে। যদিও বিজেপি জানে, নীতীশ কুমার কিছুই করছেন না। তাই পরবর্তী নির্বাচনে জনগণ জেডিইউ এবং বিজেপি উভয়কেই শিক্ষা দেবে।”

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: 'বিজেপির পরাজয় নিশ্চিত, হারিয়ে দেবেন 'উনি' নিজেই', এবার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল