মহাবীরগঞ্জের বিজেপি মহিলা মোর্চার সভাপতি রুবি আসিফ খান আলীগড়ের শাহ জামালের এডিএ কলোনির বাসিন্দা। দিল্লি গেট থানায় দায়ের করা অভিযোগে রুবি জানিয়েছেন, ৫ অগাস্ট অযোধ্যায় ভূমিপুজোর দিন বাড়িতে কয়েকজন মহিলা মিলে পুজোর আয়োজন করেছিলেন। ৩০ জুলাই রাখীবন্ধন উৎসবে রাখী পাঠিয়েছেন রামলালাকে। এতেই সমস্যার সূত্রপাত। তার জেরেই ধর্মের দোহাই দিয়ে কিছু মানুষ তাঁকে হুমকি দিচ্ছে। এলাকায় তাঁকে ধর্ম থেকে বহিষ্কারের পাশাপাশি পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টারও দেওয়া হয়েছে।এতে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।
advertisement
রুবির অভিযোগ, শুধু তাঁর বিরুদ্ধেই নয়। নার্গিস নামে দলের আরও এক মহিলার বিরুদ্ধে বিশদ্গার করা হচ্ছে। পোস্টারে নার্গিসের ছবিও ব্যবহার করেছে অভিযুক্তেরা। রুবির অভিযোগ, পোস্টারে ভূমিপুজোর আরতির একটি ছবি ব্যবহার করে শতিয়া আইনের কথা বলে অভিযুক্তেরা বিদ্বেষ ছড়াচ্ছে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের পাশাপাশি রুবি জেলা প্রশাসনকেও গোটা ঘটনার কথা জানিয়ে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে রুবির স্বামী মহম্মদ আসিফ বলেন, "দলীয় কর্মীরা অভিযোগ জানাতে প্রশাসনের কাছে যাওয়ার পাশাপাশি সবসময় আমাদের পাশে রয়েছেন। তাঁরা যথাসম্ভব আমাদের সাহায্য করছেন।"