TRENDING:

Punjab News: কানাডা থেকে ফিরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, পঞ্জাবে পুলিশের জালে স্ত্রী!

Last Updated:

মৃত গুরবিন্দর সিং-এর বোনের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে হয় রূপিন্দার এবং গুরবিন্দরের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিজের প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুনের অভিযোগে কানাডা থেকে ভারতে ফিরে আসা এক মহিলাকে গ্রেফতার করা হল৷ শুক্রবার রাতে পঞ্জাবের ভাটিন্ডার ফরিদকোটের সুখানওয়ালা গ্রাম থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়৷ ধৃত ওই মহিলার নাম রূপিন্দার কৌর৷
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
advertisement

দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সুখানওয়ালা গ্রামের বাসিন্দা গুরবিন্দর সিং নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল রূপিন্দর নামে ওই মহিলা৷ গত ২৮ নভেম্বর গুরবিন্দর সিং নামে ওই ব্যক্তিকে নিজের বাড়ির ছাদেই খুন করা হয় বলে অভিযোগ৷

ওই মহিলাকে কানাডা সরকারই অবৈধ ভাবে বসবাস করার জন্য ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ৷ পাশাপাশি, ওই মহিলার প্রেমিক হরকনওয়ালপ্রীত সিং-ও ভারতে ফিরেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

মৃত গুরবিন্দর সিং-এর বোনের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে হয় রূপিন্দার এবং গুরবিন্দরের৷ ২০১৯ সাল থেকে কানাডাতেই থাকতেই রূপিন্দার৷ ২০২৩ সালে বিয়ের জন্য ভারতে ফিরে এলেও কিছুদিনের মধ্যেই ফের কানাডায় ফিরে যান তিনি৷ এর পর ২০২৫ সালের জানুয়ারি মাসে পঞ্জাবে ফিরে গুরবিন্দরের সঙ্গে থাকতে শুরু করেন রূপিন্দার৷

advertisement

কানাডার বাসিন্দা গুরবিন্দরের বোনের অভিযোগ অনুযায়ী, স্ত্রীর সঙ্গে অন্য কারও অবৈধ সম্পর্ক রয়েছে বলে আগেই তাঁকে ফোনে জানিয়েছিলেন তাঁর দাদা৷ এমন কি, তাঁর নামে থাকা জমি হাতিয়ে নিতে স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে তাঁকে খুনও করতে পারে বলে বোনের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন গুরবিন্দর৷ গত ২৮ নভেম্বরও ফোনে নিজের বোনকে এই আশঙ্কার কথা জানিয়েছিলেন গুরবিন্দর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঘটনাচক্রে সেদিন রাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন বাড়িতে এসে খুন করে গুরবিন্দরকে৷ বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় তাঁর দেহ৷ আততায়ীদের রূপিন্দরকেই বাড়ির দরজা খুলে দিতে দেখেছিলেন গুরবিন্দরের এক খুড়তুতো ভাই৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গুরবিন্দরের হত্যার পর বাড়ির আলমারি থেকেও গয়না খোয়া গিয়েছে৷ এর পরেই পুলিশ গুরবিন্দরের স্ত্রী রূপিন্দরকে গ্রেফতার করে পুলিশ৷ তবে গুরবিন্দরের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ কারণ তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি৷ রূপিন্দরকে গ্রেফতার করা হলেও তাঁর প্রেমিককে এখনও ধরতে পারেনি পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ১০৩ ধারায় খুন, অপরাধমূলক ষড়যন্ত্র ৬১ (২)-এর ধারায় রূপিন্দর এবং তাঁর প্রেমিক হরকনওয়ালপ্রীত সিং-এর বিরুদ্ধে মামলা রুজু করেছে ফরিদকোট থানার পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab News: কানাডা থেকে ফিরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, পঞ্জাবে পুলিশের জালে স্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল