২৪০ আসনের তামিলনাডু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এক দফায়। তার আগেই চিপক বিধানসভা কেন্দ্রে ট্রিপলিকেন বাজারে দেখা গেল আভা কাসালি নামের ওই প্রার্থীকে। ডিএমকে প্রধান এমকে স্টালিনের ছেলে উদয়ানিধি স্টালিনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তিনি। পাট্টালি মাক্কাল কাটচি বা পিএমকে-র এই প্রতিনিধিকে দেখা গিয়েছে প্রচারে বেরিয়ে এমনই অভিনব কাণ্ড ঘটাতে।
কিন্তু কেন আচমকা আম বিক্রি করলেন তিনি? আসলে তাঁর দলের প্রতীকই যে আম। নিজেদের প্রতীককে সকলের কাছে পৌঁছে দিতেই এই অদ্ভুত পন্থা বেছে নিয়েছেন প্রার্থী। সংবাদ সংস্থা এএনআইকে কাসালি জানিয়েছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তাঁর কথায়, ”আমি এখানে দাঁড়িয়ে আম বিক্রি করছি। উনি (স্টালিন) তো জীবনের এই সংগ্রামের কথা জানেন না। সামাজিক সমস্যা সম্পর্কে ওঁর কোনও জ্ঞানই নেই। আমি নিশ্চিত আমিই জিতব। মানুষ আর তাঁর কাছে বোকা হবেন না। এখনও পর্যন্ত উনি একবারও এখানে পা-ই রাখেননি।”
প্রসঙ্গত, নির্বাচনে প্রার্থীদের অভিনব কায়দায় ভোট চাওয়ার উদাহরণ কিছু নতুন কথা নয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এর আগেও খোদ প্রার্থীকে জনসাধারণের ময়লা জামা-কাপড় কাচতে দেখা গিয়েছে এই তামিলনাড়ুতে। ভোটে জিতলে ওয়াশিং মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থী, তাই এই আম-প্রার্থীকে দেখে তাজ্জব হওয়ার বোধহয় কিছু নেই। কারণ, ভোট যে বড় বালাই!