TRENDING:

TN Polls : প্রতীক 'আম'! ভোটারদের মন জিততে বাজারে আম বিক্রি করলেন প্রার্থী

Last Updated:

ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা। ৬ এপ্রিল শুরু হতে চলেছে তামিলনাডুর বিধানসভা নির্বাচন। তার আগে ভোটপ্রচার তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই : ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা। ৬ এপ্রিল শুরু হতে চলেছে তামিলনাডুর (Tamil Nadu) বিধানসভা নির্বাচন। তার আগে ভোটপ্রচার তুঙ্গে। রোড শো, জনসভা থেকে জনসাধারণের সঙ্গে আলাপচারিতা সব কিছু নিয়ে জমে উঠেছে ভোট -চিত্র। এরই মধ্যে নজর কাড়লেন এক প্রার্থী। ভোট চাইতে রীতিমতো বাজারে দাঁড়িয়ে আম বিক্রি করতে দেখা গেল তাঁকে।
advertisement

২৪০ আসনের তামিলনাডু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এক দফায়। তার আগেই চিপক বিধানসভা কেন্দ্রে ট্রিপলিকেন বাজারে দেখা গেল আভা কাসালি নামের ওই প্রার্থীকে। ডিএমকে প্রধান এমকে স্টালিনের ছেলে উদয়ানিধি স্টালিনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তিনি। পাট্টালি মাক্কাল কাটচি বা পিএমকে-র এই প্রতিনিধিকে দেখা গিয়েছে প্রচারে বেরিয়ে এমনই অভিনব কাণ্ড ঘটাতে।

advertisement

কিন্তু কেন আচমকা আম বিক্রি করলেন তিনি? আসলে তাঁর দলের প্রতীকই যে আম। নিজেদের প্রতীককে সকলের কাছে পৌঁছে দিতেই এই অদ্ভুত পন্থা বেছে নিয়েছেন প্রার্থী। সংবাদ সংস্থা এএনআইকে কাসালি জানিয়েছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তাঁর কথায়, ”আমি এখানে দাঁড়িয়ে আম বিক্রি করছি। উনি (স্টালিন) তো জীবনের এই সংগ্রামের কথা জানেন না। সামাজিক সমস্যা সম্পর্কে ওঁর কোনও জ্ঞানই নেই। আমি নিশ্চিত আমিই জিতব। মানুষ আর তাঁর কাছে বোকা হবেন না। এখনও পর্যন্ত উনি একবারও এখানে পা-ই রাখেননি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড্ডা থেকে খাওয়া-দাওয়া! মেদিনীপুরে সুপারহিট ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল
আরও দেখুন

প্রসঙ্গত, নির্বাচনে প্রার্থীদের অভিনব কায়দায় ভোট চাওয়ার উদাহরণ কিছু নতুন কথা নয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এর আগেও খোদ প্রার্থীকে জনসাধারণের ময়লা জামা-কাপড় কাচতে দেখা গিয়েছে এই তামিলনাড়ুতে। ভোটে জিতলে ওয়াশিং মেশিন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থী, তাই এই আম-প্রার্থীকে দেখে তাজ্জব হওয়ার বোধহয় কিছু নেই। কারণ, ভোট যে বড় বালাই!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
TN Polls : প্রতীক 'আম'! ভোটারদের মন জিততে বাজারে আম বিক্রি করলেন প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল