৩০ ডিসেম্বরের পর সামনে আসবে বেশকিছু নতুন পদক্ষেপ। ঘোষণা হয়েছিল আগেই। শনিবার মোরাদাবাদের সভায় তারই কি ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? জনধন প্রকল্পে জমা পড়া বিপুল টাকার উৎস কী? তার দিকেও নজর রাখছে সরকার।
প্রধানমন্ত্রী মানছেন সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। নোটের জন্য দেশে হাহাকার পড়ে গেছে। লাইনে দাঁড়িয়েও মানুষ টাকা পাচ্ছেন না। সাধারণ মানুষের এই হয়রানিকে হাতিয়ার করেই আন্দোলনে নেমেছে বিরোধীরা।
advertisement
মাস পয়লাতেও ব্যাঙ্ক-এটিএম থেকে টাকা মেলেনি। কবে মিলবে পর্যাপ্ত টাকা? সদুত্তর নেই কেন্দ্রের কাছেও। মানুষের নোট-ভোগান্তির সুরাহা করতে ফের ক্যাশলেস লেনদেনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
নোট-ইস্যুতে উত্তাল দেশ। সংসদের ভিতর ও বাইরে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে শাসকদল। ডিমনিটাইজেশনের বিরোধিতা করে মুখ খোলা অর্থনীতিবিদদের সংখ্যাও দিন কে দিন বাড়ছে। এই পরিস্থিতিতে আম জনতার সমর্থনই ঢাল করতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।