মন্ত্রী হিসেবে শপথ নিলেন অমিত মিত্র ৷ বাংলা থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সু্প্রিয় ও দেবশ্রী চৌধুরী ৷ উত্তরপ্রদেশ থেকে সবথেকে বেশি সাংসদ স্থান পেয়েছেন মন্ত্রিসভায় ৷ উত্তরপ্রদেশ থেকে মোট ৯ জন সাংসদ শপথ নিয়েছেন মন্ত্রী পদে ৷ এরপরই মহারাষ্ট্রের স্থান ৷ মারাঠা বলয় থেকে ৮ সাংসদ সামিল মন্ত্রিসভায় ৷ বিহার ও মধ্যপ্রদেশ থেকে পাঁচ জন করে সাংসদ স্থান পেয়েছেন ক্যাবিনেটে ৷ কর্ণাটক থেকে চার জন, এছাড়া গুজরাত, হরিয়ানা ও রাজস্থান থেকে তিনজন করে সাংসদ রয়েছেন মোদির মন্ত্রিসভায় ৷ এরপরে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড ৷ এই দুই রাজ্য থেকেই দুজন করে সাংসদ মোদির মন্ত্রিসভার অংশ ৷
advertisement
এছাড়া বাকি রাজ্য অর্থাৎ ছত্তিশগড়, দিল্লি, গোয়া, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তেলেঙ্গনা এবং উত্তরাখণ্ড থেকে একজন করে সামিল হয়েছেন দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় ৷
