অটলজী ছিলেন তাঁর সবচেয়ে বড় প্রেরণা,জানিয়েছেন মোদি । দেশের ভবিষ্যতকে এক সঠিক দিশা দেখিয়েছিলেন বাজপেয়ী । অটলজীকে হারানোর শূন্যতা কোনওদিন পূরণ হবে না। বাজপেয়ীর ব্যক্তিত্ব ও তাঁর প্রয়াণ-কোনওটাই শব্দ দিয়ে বর্ণণা করা যাবে না, বলেছেন মোদি । একজন জননায়ক, সুবক্তা,কবি ও একজন বড় মাপের রাষ্ট্রনেতা ছিলেন বাজপেয়ী । ভারতমাতার একজন প্রকৃত সন্তান ছিলেন বাজপেয়ী । বাজপেয়ীকে হারিয়ে একজন পিতৃতুল্য মানুষের ভালবাসা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার দুঃখ মেনে নিতে কষ্ট হয়, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী । সংগঠন ও শাসনের মাহাত্ম্য বাজপেয়ীর কাছেই শিখেছেন, এমনটাই জানালেন মোদি।
advertisement
সবসময় একজন পিতার মত ভালোবেসে কাছে টেনে নিতেন । একজন কুশল নেতা ও একজন ভালো মানুষকে হারিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনওদিনই পূরণ হবে না । অটলজী চিরনিদ্রায় গেলেও ওনার রাজনৈতিক চিন্তাধারা ও সাংগঠনিক মতাদর্শ সকল ভারতবাসীকেই প্রেরণা দেবে, জানিয়েছেন মোদি । অটলজীকে আমি প্রণাম জানালেন মোদি ।
