প্রাক্তন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদসংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা এমনকি হিজাব-এর মত ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন। তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন নরেন্দ্র মোদিকে। কিন্তু কখনই পাল্টা আক্রমণে তাঁর বিরুদ্ধে সুর চড়াননি প্রধানমন্ত্রী।
ওই সাক্ষাৎকারে আজাদ জানিয়েছেন, তাঁদের তীব্র বিরোধিতার মুখে পিছু হটতে হলেও তাঁর জবাবে পাল্টা পদক্ষেপ নেননি নরেন্দ্র মোদি। এর আগে ২০২১ সালেও নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন গুলাম নবি আজাদ। তখন কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ ওই নেতা বলেছিলেন, প্রধানমন্ত্রী যেভাবে নিজের সাধারণ জীবনযাপনের অতীতকে অকপটে বলতে পারেন তা সত্যিই প্রশংসনীয়।
advertisement
সংসদ সদস্য হিসাবে তাঁর শেষদিনে গুলাম নবি আজাদের ভূয়সী প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদি। গত বছরের আগস্ট মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদটিও ছেড়ে দেন আজাদ। আর তাঁর পদত্যাগপত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেন দলের জি-২৩ গোষ্ঠীর ওই গুরুত্বপূর্ণ সদস্য।
সোনিয়া গান্ধীকে লেখা সেই চিঠিতে আজাদ অভিযোগ করেছিলেন দল কুক্ষিগত হয়েছে একটি গোষ্ঠীর হাতে। ঠিক যে কারণে এই মুহূর্তে গোটা দেশের জন্য যা প্রয়োজনীয় তেমন কোনও সদর্থক পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।