TRENDING:

Azad on Modi: মোদীর ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ

Last Updated:

বিরোধী দলগুলি বারবার ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরব হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। এহেন আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ভূয়সী প্রশংসার সুর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  বিরোধী দলগুলি বারবার ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরব হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। মামলাও দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে। আর এহেন আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ভূয়সী প্রশংসার সুর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদের বক্তব্যে। এক বছর আগেও কংগ্রেসের প্রথম সারির নেতা হিসাবে পরিচিত আজাদের দাবি, কখনই প্রতিহিংসাপরায়ন আচরণের ইঙ্গিত পাননি প্রধানমন্ত্রীর কোনও পদক্ষেপে।
গুলাম নবী আজাদ
গুলাম নবী আজাদ
advertisement

প্রাক্তন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদসংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা এমনকি হিজাব-এর মত ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন। তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন নরেন্দ্র মোদিকে। কিন্তু কখনই পাল্টা আক্রমণে তাঁর বিরুদ্ধে সুর চড়াননি প্রধানমন্ত্রী।

ওই সাক্ষাৎকারে আজাদ জানিয়েছেন, তাঁদের তীব্র বিরোধিতার মুখে পিছু হটতে হলেও তাঁর জবাবে পাল্টা পদক্ষেপ নেননি নরেন্দ্র মোদি। এর আগে ২০২১ সালেও নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন গুলাম নবি আজাদ। তখন কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ ওই নেতা বলেছিলেন, প্রধানমন্ত্রী যেভাবে নিজের সাধারণ জীবনযাপনের অতীতকে অকপটে বলতে পারেন তা সত্যিই প্রশংসনীয়।

advertisement

সংসদ সদস্য হিসাবে তাঁর শেষদিনে গুলাম নবি আজাদের ভূয়সী প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদি। গত বছরের আগস্ট মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদটিও ছেড়ে দেন আজাদ। আর তাঁর পদত্যাগপত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেন দলের জি-২৩ গোষ্ঠীর ওই গুরুত্বপূর্ণ সদস্য।

আরও পড়ুনঃ IMD Alert || Latest Weather Update: ৪ রাজ্যে কমলা অ্যালার্ট...! রাজ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা আগামী ৪৮ ঘণ্টায়! আইএমডি-র Big আপডেট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোনিয়া গান্ধীকে লেখা সেই চিঠিতে আজাদ অভিযোগ করেছিলেন দল কুক্ষিগত হয়েছে একটি গোষ্ঠীর হাতে। ঠিক যে কারণে এই মুহূর্তে গোটা দেশের জন্য যা প্রয়োজনীয় তেমন কোনও সদর্থক পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।

বাংলা খবর/ খবর/দেশ/
Azad on Modi: মোদীর ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল