আজ রবিবার সুষমা স্বরাজকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানেই তিনি মোদির চিন সফরের কথা জানালেন। এ মাসের ২৭ ও ২৮ তারিখ তিনি চিনের উহানে থাকবেন। এই সফরে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে চিনা প্রেসিডেন্টের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন মোদি । এখনও অবধি জানা যাচ্ছে, এই হাই প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে চিনের হুয়ানে ৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার চিনে যাচ্ছেন ।
advertisement
এদিন আট দেশের বিদেশমন্ত্রীদের নিয়ে শুরু হতে চলা দু’দিনের সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেন সুষমা স্বরাজ। এই মুহূর্তে দু’দেশের উত্তপ্ত সম্পর্কের মধ্যে সুষমার এই চীন সফর খুবই গুরুত্বপূর্ণ । তারপর আবার মোদির সফর রয়েছে । কূটনৈতিকদের মতে, দু’দেশের সম্পর্ক মজবুত করতে এই সফর দু’টি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে ।