TRENDING:

PM Modi lauds Nita Ambani: NMACC-র পথচলা শুরু, প্রশংসা করে নীতা আম্বানিকে চিঠি লিখলেন নরেন্দ্র মোদি

Last Updated:

PM Modi lauds Nita Ambani: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NMACC-র উদ্বোধনে উপস্থিত না থাকলেও বিশেষ চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আম্বানিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের প্রথম বিশ্বমানের ভিজ্যুয়াল আর্টস প্রদর্শন কেন্দ্র তার পথচলা শুরু হল গত শনিবার৷ এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার৷ মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে তৈরি করা হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NMACC-র উদ্বোধনে উপস্থিত না থাকলেও বিশেষ চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আম্বানিদের।
নীতা আম্বানিকে চিঠি পাঠালেন মোদি
নীতা আম্বানিকে চিঠি পাঠালেন মোদি
advertisement

নীতা আম্বানিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, 'মুম্বইতে NMACC-র উদ্বোধনের জন্য অনেক শুভেচ্ছা। এই সাংস্কৃতিক সেন্টারের সঙ্গে জড়িত সবাইকে আমার অভিনন্দন। ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতা আম্বানিজি ও তাঁর পরিবারের উদ্যোগ প্রশংসনীয়।' ভারতের শিল্প কলাকে বিশ্বের সামনে মেলে ধরার সেরা মঞ্চ হতে চলেছে এই প্রতিষ্ঠান৷ গত শনি ও রবিবার দু'দিন ধরে তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের অতিথিরা।

advertisement

মোদির চিঠি

আরও পড়ুন: ভোট এলেই মমতার পায়ে কী হয়! বিস্ফোরক দাবি শুভেন্দুর! ফিরে এল নন্দীগ্রাম-স্মৃতি

নীতা আম্বানির মতে, শিল্পী এবং দর্শক-উভয়ের জন্যই সর্বোত্তম মঞ্চ হতে চলেছে নতুন এই প্রতিষ্ঠান৷ বিশ্বমানের পরিকাঠামোয় সবাই যাতে শিল্প প্রদর্শিত করতে পারে, নতুন এই প্রতিষ্ঠানের লক্ষ্য সেটাই বলে জানান নীতা আম্বানি৷ নীতা আম্বানি বলেন, 'আমি মনে করি আমাদের এই মঞ্চ ভারত তথা গোটা বিশ্বের প্রতিভাকে প্রস্ফূটিত করবে এবং অনুপ্রেরণা জোগাবে৷' তিনি মনে করেন, 'ভারতীয় শিল্পকে সংরক্ষণ এবং মেলে ধরার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি)৷'

advertisement

আরও পড়ুন: দেশ-বিদেশের তারকাদের চাঁদের হাট, গ্র্যান্ড ওপেনিং নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এনএমএসিসি নীতা আম্বানির স্বপ্নের প্রকল্প৷ ভারতের স্থানীয় কলা, শিল্পকে মেলে ধরার জন্য ভারতীয় শিল্পীদের ইউরোপ অথবা আমেরিকার থেকে ভাল পরিকাঠামো তৈরি করে দেওয়াই ছিল নীতা আম্বানির স্বপ্ন৷ চার তলা এনএমএসিসি-র ভবনে সব মিলিয়ে প্রদর্শনীর জন্য এবং তিনটি প্রেক্ষাগৃহ মিলিয়ে ১৬ হাজার বর্গ ফুট জায়গা রয়েছে৷ এর পাশাপাশি ২০০০ আসন বিশিষ্ট একটি বিশাল প্রেক্ষাগৃহ রয়েছে এনএমএসিসি-তে৷ যার প্রধান আকর্ষণ পদ্মাকৃতি একটি বিশাল ঝাঁড়বাতি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi lauds Nita Ambani: NMACC-র পথচলা শুরু, প্রশংসা করে নীতা আম্বানিকে চিঠি লিখলেন নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল