অন্যদিকে, বাদল অধিবেশনে এদিনই ছিল বিজেপির প্রথম সংসদীয় দলের বৈঠক। সংসদের লাইব্রেরি ভবনে এ বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা।
বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬টি বিরোধী দলের জোট ‘INDIA’-কে তীব্র আক্রমণ করেন। বিজেপি সংসদীয় দলের বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার নামেও India শব্দটি ছিল। একইভাবে ইন্ডিয়াতেও আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নামও। শুধু নামেই India রেখে কিছুই পাওয়া যায় না।”
advertisement
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিরোধীরা ছিন্নভিন্ন এবং মরিয়া। বিরোধীদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় আসার ইচ্ছা তাদের নেই।”
আরও পড়ুন, প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, ট্যুইটে শোকপ্রকাশ শুভেন্দুর
আরও পড়ুন, অর্পিতা… টাকা… গটআপ…! আদালত থেকে বেরিয়েই এ কী বললেন! বিস্ফোরক পার্থ
অন্যদিকে, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মোদি মন কি বাত করেন। কিন্তু মানুষের মনে কি আছে, তা উনি জানেন না। তাই এই সব বলে চলেছেন। উনি তো মন কি বাত করেন। কিন্তু উনি কি মানুষের মনের কথা শোনেন? কীসের অমৃত কলস? এটা কি অমৃত কাল চলছে। কী হচ্ছে চারিদিকে। বিরোধীরা ঠিক পথে চলেছে। সেই জন্যেই উনি INDIA জোটের বৈঠক দিন NDA বৈঠক করলেন। তাতে আবার আন রেজিস্ট্রার্ড দল রয়েছে। আর INDIA রাজনৈতিক নাম নয়। এটা উন্নয়ন কথা বলে এগোচ্ছে।”