আজ বুধবার, দেশের প্রধানমন্ত্রী পা দিলেন ৭৫ বছরে। তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড় থেকে সারা বিশ্বের মহান ব্যক্তিরা। মোদির জন্মদিন এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন কিং খান।
advertisement
শাহরুখ খান বলেন, ‘ আজ প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বৈশ্বিক মঞ্চে পৌঁছানোর যে যাত্রা আপনার তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দেশের প্রতি আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং নিবেদন এই যাত্রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ৭৫ বছর বয়সেও আপনার প্রাণশক্তি আমাদের মতো তরুণদেরও হার মানায়। আমি প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন…’
অন্যদিকে আমির খান বলেন, ‘শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে, স্যার। ভারতের উন্নয়নের পথে আপনার অবদান সর্বদা স্মরণীয় থাকবে। এই আনন্দঘন দিনে আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং প্রার্থনা করি আপনি দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে থাকুন।’
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন পেয়ে তাঁর জয়, যা ২০১৯ সালে ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসনের তুলনায় কিছুটা কম, যা তাঁর অনেক বিরোধীর কল্পনা অনুসারে পতনের ইঙ্গিত দিয়েছিল, তা কিন্তু যুক্তিসঙ্গতভাবে মোদির রাজনৈতিক প্রকল্পের রূপরেখাকে আরও তীক্ষ্ণ করে তুলেছে- তা কল্যাণমূলক জনপ্রিয়তা, জাতীয়তাবাদ এবং তৃণমূল পর্যায়ের নিরলস প্রচারণার মিশ্রণ।