নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ টাকার একটি নতুন মুদ্রা প্রকাশ করবেন। মুদ্রায় থাকবে নতুন সংসদ ভবনের ছবি। ছবির ঠিক নীচে লেখা থাকবে ২০২৩ সাল। মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’।
আরও পড়ুন: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত ২০ দলের, অনুষ্ঠানে আসছেন কারা?
advertisement
উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে বিবৃতি জারি করেছিল ২০টি রাজনৈতিক দল। রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন করানোর দাবিও তুলেছিল ঐক্যবদ্ধ বিরোধী শিবির। যদিও এরপরেও একাধিক দল সংসদ বিষয়ক মন্ত্রকের আমন্ত্রণ গ্রহণ করে বিবৃতি জারি করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া জানিয়ে দিয়েছিলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিরোধীদের বড় অংশের অনুপস্থিতি কার্যত অগ্রাহ্য করেই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল সাড়ে সাতটা নাগাদ সংসদে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। উত্তর প্রদেশের মির্জাপুরের কার্পেট, ত্রিপুরার বাঁশের মেঝে এবং রাজস্থানের পাথরে খোদাই করা নতুন সংসদ ভবন ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে প্রতিফলিত করছে। ঐতিহাসিক ঘটনাটি চিহ্নিত করতে সরকার একটি স্মারক ৭৫ টাকার কয়েনও উদ্বোধন করতে চলেছে।
নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে থাকবে শিন্ডে শিবিরের শিবসেনা, এনপিপি, এআইএডিএমকে, আপনা দল, অসম গণ পরিষদ। এছাড়াও, এন ডি এর বাইরে এল জে পি, বিজেডি, বিএসপি, টিডিপি, ওয়াই এস আর সি পি এবং আকালি দল। তবে আগের থেকে নির্ধারিত কর্মসূচি থাকায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন মায়াবতী। তিনি বলেছেন, “অতীতের কংগ্রেস হোক বা বর্তমানের বিজেপি সরকার হোক, বিএসপি সবসময় দেশ ও জনগণের স্বার্থে কেন্দ্রীয় সরকারের পাশে থেকেছে। একইভাবে ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনেও থাকবে।”