TRENDING:

১৪ মে থেকে এই রাজ্যগুলিতে প্রত্যেক রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প

Last Updated:

সম্প্রতি জ্বালানি বাঁচানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই ডাকে সাড়া দিলেন দেশের পেট্রোল পাম্পগুলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি জ্বালানি বাঁচানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার সেই ডাকে সাড়া দিলেন দেশের পেট্রোল পাম্পগুলি ৷ জ্বালানি বাঁচানোর উদ্দেশ্যে মে মাসের ১৪ তারিখ থেকে আটটি রাজ্যে প্রত্যেক রবিবার পেট্রোলপাম্পগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কনসর্টিয়াম অব ইন্ডিয়ান পেট্রলিয়াম ডিলার্স সংগঠন।
advertisement

কনসর্টিয়াম অব ইন্ডিয়ান পেট্রলিয়াম ডিলার্স সংগঠনের এক সদস্য সুরেশ কুমার জানিয়েছেন, ‘রবিবার পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত দু’বছর আগে নেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল ৷ কিন্তু তখন তেল মার্কেটিং কোম্পানিগুলি পুরো বিষয়টি আরও একবার ভেবে দেখার আবেদন জানিয়েছিল ৷ তবে এবার থেকে আমরা রবিবার পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ ’

advertisement

সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে তেল ও জ্বালানি বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ মোদিজির ডাকে সারা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই মুহূর্তে দেশজুড়ে ২০,০০০ পেট্রোল ও ডিজেল পাম্প প্রত্যেক রবিবার বন্ধ রাখা হবে ১৪ মে-র পর থেকে ৷ জানা গিয়েছে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, মহারাষ্ট্রে ও হরিয়ানা এই আট রাজ্যের পেট্রোল পাম্প রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কুমার জানিয়েছেন, রবিবার পাম্প বন্ধ রাখলে তামিলনাড়ুতে প্রায় ১৫০ কোটি টাকার লোকসান হবে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে সম্প্রতি রবিবারে বিক্রি  প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
১৪ মে থেকে এই রাজ্যগুলিতে প্রত্যেক রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল