এর জেরে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৬৬.৪৫ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম হয়েছে ৫৫.৩৮ টাকা প্রতি লিটারে ৷
এই নিয়ে এক মাসের মধ্যে তিনবার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ এর আগে চলতি মাসের ৫ তারিখই পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ পয়সা বাড়ে ৷ ডিজেলের দাম বাড়ে লিটারে ১১ পয়সা ৷ তার আগেও ১ তারিখ দাম বেড়েছিল পেট্রোলের ৷ তবে সেবার দাম কমেছিল ডিজেলের ৷ চলতি মাসের পয়লা তারিখ ২৮ পয়সা দাম বেড়েছিল পেট্রোলের ৷ ৭ পয়সা দাম কমেছিল ডিজেলের ৷
advertisement
সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বাড়াও পেট্রলের দামবৃদ্ধির কারণ বলে তেল সংস্থাগুলি জানিয়েছে।
আগেরবার রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইন্ডিয়াল অয়েলের তরফ থেকে জানানো হয়, ডিলারদের কমিশন বৃদ্ধির ফলেই এই দাম বেড়েছে । এখন পর্যন্ত পেট্রোলে প্রতি লিটারে ১.৩৮ ও ডিজেলে প্রতি লিটারে ২.২৮ টাকা কমিশন পেত ডিলাররা ৷
এই মূল্যবৃদ্ধির ফলে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যেরও দাম বাড়বে বলে আশঙ্কা করছে ওয়াকিবহল মহল ৷ একইসঙ্গে পরিবহণ খরচও এক লাফে অনেকটাই বাড়তে চলেছে বলে আশঙ্কা জনসাধারণের ৷