TRENDING:

রক্তদান করলেই মিলবে জিও সিম বিনামূল্যে

Last Updated:

এবার রক্তদান করলেই মিলবে বিনামূল্যে রিল্যায়েন্স জিও সিম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গাজিয়াদাবাদ: এবার রক্তদান করলেই মিলবে বিনামূল্যে রিল্যায়েন্স জিও সিম ৷  শুনতে আশ্চর্য্য লাগলেও এমনই একটি রক্তদান  শিবিরের আয়োজন করা হয়েছে গাজিয়াবাদে ৷ এলাকারই একটি এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷
advertisement

জিও লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ জিও সিম ও ৪জি হ্যান্ডসেটের জন্য চাহিদা প্রচুর ৷ ডিজিটাল স্টোরগুলির সামনে জিও সিমের জন্য মানুষের লম্বা লাইন চোখে পড়ার মতো ৷

জিও-র জনপ্রিয়তার উপরে ভর করেই রক্তদান করার জন্য মানুষকে উৎসাহী করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে  স্বেচ্ছাসেবী সংস্থা ৷

advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে যারা রক্ত দিতে এসেছিলেন তাদের সকলকে বিনামূল্যে রিল্যায়েন্স জিও সিম দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সেটা অ্যাক্টিভেটও করে দেওয়া হয় ৷

সংস্থার তরফে রিল্যায়েন্স সিম দেওয়ার কথা বলা হতেই এদিন নবযুগ মার্কেটে রক্তদান শিবিরে রক্তদাতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

সেরা ভিডিও

আরও দেখুন
বনবন করে লাঠি ঘোরাচ্ছে মেয়েরা, রণপা নিয়ে হাঁটছে ছেলেরা! বর্ধমানের আজব স্কুল
আরও দেখুন

এদিন রক্তদান শিবিরে জিও-র কর্মীরাও উপস্থিত ছিলেন ৷ জানা গিয়েছে, যারা রক্ত দিতে ইচ্ছুক আগে থেকেই ছবি-সহ পরিচয় পত্র ও 4G সাপোর্ট ফোন নিয়ে আসতে বলা হয়েছিল। রক্ত দেওয়ার পরই সেখানে তাদের ফ্রি সিম দেওয়া হয় ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রক্তদান করলেই মিলবে জিও সিম বিনামূল্যে