সংবাদমাধ্যমে প্রকাশ, অংশু কুমার নামে ওই তরুণী প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে তল্লাশি চালানো হয়। গত সপ্তাহে স্থানীয় খাল থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। ওই দেহ শনাক্ত করার জন্য অংশুর পরিবারের লোকজনকে ডাকে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ওই দেহটিকে অংশুর বলে শনাক্ত করেন। জানা গিয়েছে মৃতার পরনের পোশাক দেখে শনাক্ত করা হয়। কারণ মৃতদেহের মুখ দেখে চেনার কোনও উপায় ছিল না।
advertisement
তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন তাঁর মেয়ে জীবিত। তিনি বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিলেন। পুলিশের দাবি, প্রেমিকের সঙ্গেই পালিয়েছিলেন অংশু। বিয়ের পর এখন এই তরুণী আছেন তাঁর শ্বশুরবাড়িতে, পটনারই আকবরপুর এলাকায়।
পুলিশি তদন্তের পরবর্তী ধাপে জানা গিয়েছে অন্ত্যেষ্টি হওয়া দেহের পরিচয়ও। ওই তরুণী অনার কিলিং-এর শিকার বলে দাবি পুলিশের। তাঁর বাবা মা এখনও পলাতক। তাঁদের সন্ধানে চলছে তল্লাশি।