TRENDING:

Viral: ‘বাবা, আমি জীবিত!’ দেহ দাহ করার পর এল নিখোঁজ ‘মৃত’ মেয়ের ভিডিও কল!

Last Updated:

Viral: ভিডিও কলে তিনি বলেন, ‘‘বাবা, আমি এখনও বেঁচে আছি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা : নিখোঁজ থাকার এক মাস পর অন্ত্যেষ্টি করা হয়েছিল মেয়ের। এ বার সেই ‘মৃতা’ ভিডিও কলে কথা বললেন বাবার সঙ্গে। ঘটনা ঘিরে চাঞ্চল্য বিহারের পটনায়। শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার কিছু দিন পর তরুণীর ভিডিও কল আসে তাঁর বাবার কাছে। ভিডিও কলে তিনি বলেন, ‘‘বাবা, আমি এখনও বেঁচে আছি।’’
advertisement

সংবাদমাধ্যমে প্রকাশ, অংশু কুমার নামে ওই তরুণী প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে তল্লাশি চালানো হয়। গত সপ্তাহে স্থানীয় খাল থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। ওই দেহ শনাক্ত করার জন্য অংশুর পরিবারের লোকজনকে ডাকে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ওই দেহটিকে অংশুর বলে শনাক্ত করেন। জানা গিয়েছে মৃতার পরনের পোশাক দেখে শনাক্ত করা হয়। কারণ মৃতদেহের মুখ দেখে চেনার কোনও উপায় ছিল না।

advertisement

তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন তাঁর মেয়ে জীবিত। তিনি বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিলেন। পুলিশের দাবি, প্রেমিকের সঙ্গেই পালিয়েছিলেন অংশু। বিয়ের পর এখন এই তরুণী আছেন তাঁর শ্বশুরবাড়িতে, পটনারই আকবরপুর এলাকায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশি তদন্তের পরবর্তী ধাপে জানা গিয়েছে অন্ত্যেষ্টি হওয়া দেহের পরিচয়ও। ওই তরুণী অনার কিলিং-এর শিকার বলে দাবি পুলিশের। তাঁর বাবা মা এখনও পলাতক। তাঁদের সন্ধানে চলছে তল্লাশি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral: ‘বাবা, আমি জীবিত!’ দেহ দাহ করার পর এল নিখোঁজ ‘মৃত’ মেয়ের ভিডিও কল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল