আরও পড়ুন: মহিলা যাত্রীর পোশাক খুলিয়ে নগ্ন ছবি তোলার অভিযোগ উঠল ওলা চালকের বিরুদ্ধে
এর জেরে তিন দশক পুরনো মালপত্র সংক্রান্ত নিয়মকে কার্যকর করা হতে চলেছে ৷ অথার্ৎ অনুমোদিত ওজনের বেশি মালপত্র যদি কেউ ট্রেনে নিয়ে যায় তাহলে তাদের ছ’গণ জরিমানা দিতে হবে ৷
নিয়ম অনুযায়ী, স্লিপার ও সেকেন্ড ক্লাস যাত্রীরা মে ৪০ কেজি ও ৩৫ কেজি মালপত্র যথাক্রমে নিখরচায় নিয়ে যেতে পারেন। পার্সেল অফিসে অতিরিক্ত চার্জ দিয়ে তারা সর্ব্বোচ্চ ৮০ থেকে ৭০ কেজি লাগেজ তারা নিয়ে যেতে পারবেন ৷ তবে সেটি লাগেজ ভ্যানে নিয়ে যাওয়া যাবে ৷
advertisement
আরও পড়ুন: খেতে বসে বুক পকেটেই ফাটল মোবাইল, ধোঁয়ায় ভরে গেল রেস্তোরাঁ
এসি ফার্স্ট ক্লাস- আসন প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৭০ কেজি, ন্যূনতম ১৫ কেজি ৷ অতিরিক্ত মালপত্র নিয়ে যেতে হলে লাগবে অতিরিক্ত ভাড়া ৷
এসি-২ টিয়ার স্লিপার বা ফার্স্ট ক্লাস- আসন প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৫০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ অতিরিক্ত মালপত্র বহনে লাগবে অতিরিক্ত ভাড়া ৷
এসি-৩ টিয়ার স্লিপার বা এসি চেয়ার কার- সর্বোচ্চ বহন করা যাবে ৪০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ ৪০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন অতিরিক্ত চার্জ দিয়ে বহন করা যাবে ৷
স্লিপার ক্লাস- আসন ও যাত্রী প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৪০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷
সেকেন্ড ক্লাস- সর্বোচ্চ বহন করা যাবে ৩৫ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ ৭০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন, অতিরিক্ত চার্জ দিয়ে বহন করা যাবে ৷