TRENDING:

বেঙ্গালুরুগামী বিমানে অসুস্থ হয়ে মৃত কলকাতার যুবক

Last Updated:

জানা গিয়েছে, সকালের ফ্লাইটে তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন৷ বিমান টেক-অফ করার মিনিট ৪৫ পরে রাজকুমার বিমান সেবিকাদের বলেন, তিনি অসুস্থ বোধ করছেন৷ দেখা যায়, তাঁর হৃদযন্ত্রের গতিও কমে গিয়েছে৷ অবস্থা সংকটজনক হতে শুরু করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভূবনেশ্বর: বিমান জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না৷ ভূবনেশ্বরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের এক যাত্রী৷ মৃত যুবকের নাম রাজকুমার কর্মকার৷ আজ অর্থাত্‍‌ শনিবার ইন্ডিগো বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি৷
advertisement

ইন্ডিগো বিমান (ছবিটি সংগৃহীত)

জানা গিয়েছে, সকালের ফ্লাইটে তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন৷ বিমান টেক-অফ করার মিনিট ৪৫ পরে রাজকুমার বিমান সেবিকাদের বলেন, তিনি অসুস্থ বোধ করছেন৷ দেখা যায়, তাঁর হৃদযন্ত্রের গতিও কমে গিয়েছে৷ অবস্থা সংকটজনক হতে শুরু করে৷

advertisement

ভূবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় বিমানটিকে বেলা ১১টা ১৫ নাগাদ৷ তখন অচৈতন্য রাজকুমার৷ রাজকুমারকে ভর্তি করা হয় হাসপাতালে৷ ভূবনেশ্বরে হাসপাতালে চিকিত্‍‌সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ বিমানবন্দর থেকেই খবর দেওয়া হয় রাজকুমারের পরিবারকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসলে বিমানে থাকাকালীনই মৃত্যু হয় তাঁর৷ রাজকুমারের এক আত্মীয় সুনীল চৌধুরির কথায়, 'রাজকুমার অসুস্থ ছিলেন৷ ওঁকে আমরা বেঙ্গালুরুতে নিয়ে যাচ্ছিলেন চিকিত্‍‌সার জন্য৷ তার আগেই সব শেষ হয়ে গেল৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরুগামী বিমানে অসুস্থ হয়ে মৃত কলকাতার যুবক