ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে বেঙ্গালুরুগামী ওই বিমানে৷ রাজস্থানের বাসিন্দা ৫৬ বছর বয়সি প্রবীণ কুমার আহমেদাবাদ থেকে বিমানে ওঠেন৷ বিমানটি যখন মাঝ আকাশে, তখনই শৌচাগারে গিয়ে বিড়ি ধরান তিনি৷ বিষয়টি বিমান কর্মীদের নজরে আসে৷ বিমানটি বেঙ্গালুরুতে পৌঁছনোর পরই উড়ান সংস্থার এক আধিকারিক পুলিশে অভিযোগ জানান৷
অভিযুক্তকে প্রথমে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়৷ সহযাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই অভিযুক্ত জানান, তিনি নিয়মিত ট্রেনে যাতায়াতের সময় শৌচাগারে গিয়ে এ ভাবেই ধূমপান করেন৷ কিন্তু বিমানে যে ধূমপান কঠোর ভাবে নিষিদ্ধ, তা তিনি জানতেন না৷ বিমানে বিড়ি, সিগারেট অথবা ই সিগারেটের ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 10:10 PM IST