TRENDING:

Parliament Session: ৩০ দিন জেলে থাকলেই সরানো যাবে মুখ্যমন্ত্রীকে...বিল পেশ লোকসভায়! অমিত শাহ বললেন, ‘ইস্তফা তো দিয়েছিলাম..’

Last Updated:

অমিত শাহ জানিয়েছেন, বিলটি কেন্দ্রীয় সরকার সংযুক্ত কমিটির কাছে পাঠানোর প্রস্তাব দিচ্ছে। দু’পক্ষের সাংসদরা এই বিল নিয়ে আলোচনা করবেন৷ আপাতত স্থগিত অধিবেশন৷ যদিও বিরোধী সাংসদ যেমন মণীশ তিওয়ারি, কে সি বেণুগোপাল, আসাদউদ্দিন ওয়েসি এই বিলকে ‘সংবিধান-বিরোধী’ হিসাবে আখ্যা করে জোড়াল সওয়াল তুলেছেন অধিবেশনে৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভায় বিতর্কিত ‘টেইন্টেড’ (অভিযুক্ত) প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সংক্রান্ত বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই বিল পাশ হয়ে আইন হলে জেলে ৩০ দিন থাকলে কোনও মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে তাঁর পদ থেকে সরানো যাবে৷ এমনকি, তাঁরা যদি অপরাধী হিসাবে প্রমাণিত না-ও হন, তা হলেও৷ এছাড়াও, এদিন পেশ করা হয়েছে, গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরি (অ্যামেন্ডমেন্ট)বিল, ২০২৫, জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৫৷
News18
News18
advertisement

সংবিধান সংশোধনী এই বিলকে ‘ড্রাকোনিয়ান’ বিল বলে অভিহিত করছেন কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধীরা৷ এদিন লোকসভায় বিল পেশ করার সময় অমিত শাহের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা৷ স্লোগান তোলেন, ‘‘সংবিধান মত তোড়়ো (সংবিধান ভেঙো না)’’৷ অমিত শাহের দিকে ছোঁড়েন কাগজও৷

কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল অমিত শাহের জেল যাওয়ার প্রসঙ্গ তোলেন লোকসভায়৷ অমিত শাহ যখন গুজরাতের গৃহমন্ত্রী ছিলেন সেই গুজরাত হিংসা মামলার পরে তিনি কি পদত্যাগ করেছিলেন? তার উত্তর দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আমার বিরুদ্ধে যখন মিথ্যে অভিযোগ আনা হয়েছিল, আমি তখন নৈতিকতার খাতিরে পদত্যাগ করেছিলাম৷ যতদিন পর্যন্ত না আমি সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়েছি, ততদিন কোনও পদের দায়িত্ব নিইনি৷’’

advertisement

অমিত শাহ জানিয়েছেন, বিলটি কেন্দ্রীয় সরকার সংযুক্ত কমিটির কাছে পাঠানোর প্রস্তাব দিচ্ছে। দু’পক্ষের সাংসদরা এই বিল নিয়ে আলোচনা করবেন৷ আপাতত স্থগিত অধিবেশন৷ যদিও বিরোধী সাংসদ যেমন মণীশ তিওয়ারি, কে সি বেণুগোপাল, আসাদউদ্দিন ওয়েসি এই বিলকে ‘সংবিধান-বিরোধী’ হিসাবে আখ্যা করে জোড়াল সওয়াল তুলেছেন অধিবেশনে৷

আরও পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রীকে হঠাৎ চড় মারলেন কেন?…রাজেশ ভাইয়ের মায়ের কথায় মিলল ইঙ্গিত, আত্মীয়কে ছাড়াতে এসেছিলেন, কিন্তু…

advertisement

কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং ওয়ানাডের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এদিন বলেন, “আমি এটিকে সম্পূর্ণরূপে কঠোর একটি বিষয় হিসেবে দেখছি৷ কারণ এটা সবকিছুর বিরুদ্ধে। এই বিলকে দুর্নীতিবিরোধী ব্যবস্থা বলা কেবল জনগণের চোখের উপর পর্দা টানার মতো। কাল হয়ত, আপনি একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কোনও ধরনের মামলা করতে পারেন, তাঁকে দোষী সাব্যস্ত না করে ৩০ দিনের জন্য গ্রেফতার করে রাখতে পারেন, এবং তারপরে মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দিতে পারেন। এটি সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী, অগণতান্ত্রিক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক৷”

advertisement

হায়দরাবাদের সাংসদ এবং AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘‘বিজেপি সরকার দেশকে “পুলিশ রাষ্ট্রে পরিণত করতে চায়। “এই বিলটি অসাংবিধানিক। প্রধানমন্ত্রীকে কে গ্রেফতার করবে?… সব মিলিয়ে, বিজেপি সরকার এই বিলগুলির মাধ্যমে আমাদের দেশকে একটি পুলিশ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তাদের বিরোধিতা করব… বিজেপি ভুলে যাচ্ছে যে ক্ষমতা চিরন্তন নয়,” তিনি বলেন।

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কী প্ল্যান করছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জেলাওয়াড়ি বৈঠক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে সরকার “কোনও জবাবদিহিতা ছাড়াই কেবল ক্ষমতা, সম্পদ এবং নিয়ন্ত্রণ অর্জনে আগ্রহী”। আমরা এই কর্তৃত্ববাদী মনোভাবের তীব্র নিন্দা জানাই এবং এই কঠোর সাংবিধানিক সংশোধনী বিল প্রবর্তনের বিরোধিতা করি, “তিনি X-এ বলেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Session: ৩০ দিন জেলে থাকলেই সরানো যাবে মুখ্যমন্ত্রীকে...বিল পেশ লোকসভায়! অমিত শাহ বললেন, ‘ইস্তফা তো দিয়েছিলাম..’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল