জানা গিয়েছে, ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর এয়ারবাস ৩২০ নিও (A320 Neo) বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়া বিমানবন্দরের উদ্দেশে উড়ে যাওয়ার পর মাঝ আকাশে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এর জেরে মুম্বইয়ে জরুরি অবতরণ করেছিল বিমানটি। রাত ৯টা ৫৩ মিনিটে বিমানটি নিরাপদেই অবতরণ করে মুম্বইয়ে।
advertisement
‘প্যান, প্যান, প্যান’ (PAN PAN PAN)! বিমানে বিভ্রাট ধরা পড়ার পরই পাইলট এমন সঙ্কেত দেন বলে বিমানবন্দর সূত্রে খবর। ইন্ডিগোর (IndiGo) তরফে জানানো হয়েছে, 6E 6271 বিমানটি দিল্লি থেকে গোয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি ‘যান্ত্রিক ত্রুটি’ ধরা পড়ে। এরপর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমানটি মুম্বইয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর 6E 6271 বিমানটি গতকাল, বুধবার জরুরি অবতরণ করেছিল মুম্বই বিমানবন্দরে। মুম্বই বিমানবন্দরে নামার আগে ইন্ডিগোর পাইলটরা ‘প্যান প্যান প্যান’ ঘোষণা করেন।
