সূত্রের খবর, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এক পাকিস্তানের গুপ্তচরকে পাচার করে অভিযুক্ত। গুজরাতের সন্ত্রাসদমন শাখা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে চরবৃত্তির সঙ্গে জড়িত এক মহিলাকে গোপন তথ্য পাচার করে ২৮ বছর বয়সী সহদেব। পাকিস্তানের গুপ্তচর ওই মহিলা নিজের পরিচয় দিয়েছিল অদিতি ভরদ্বাজ নামে।
আরও পড়ুন: ফের অন্তঃসত্ত্বা আলিয়া? রাহার পর দ্বিতীয় সন্তানের প্রতীক্ষা! ছেলের নামও আগাম ঠিক করা…
advertisement
পুলিশ সুপার (ATS) সিদ্ধার্থ কোরুকোন্ডা জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাস থেকে কচ্ছের বিভিন্ন বিএসএফ এবং নৌবাহিনীর নির্মান-সহ একাধিক গোপন তথ্য এবং ছবি ভিডিও পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে শেয়ার করেছিলেন অভিযুক্ত সহদেব।
আরও জানা গিয়েছে, ওই পাকিস্তানি এজেন্ট জুন ২০২৩-এ গোহেলের হোয়াটসঅ্যাপ নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বন্ধুত্ব পাতান। “সহদেবের বিশ্বাস অর্জনের পর, এজেন্ট বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর অফিস এবং তার গ্রামের আশেপাশের চলমান নির্মাণের ছবি এবং ভিডিও চেয়েছিলেন। গোহিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধকৃত গোপনীয় তথ্য শেয়ার করেছিলেন,” জানালেন পুলিশ সুপার। পুলিশ আরও জানিয়েছে সহদেব শুরু থেকেই জানতেন ওই মহিলা পাকিস্তানের গুপ্তচর।