পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরের কুপওয়ারার কারনাহ এলাকায় মধ্যরাতের পর শেল এবং মর্টার হামলা করা হয়েছে ৷ LoC এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় পাকিস্তান নির্বিচারে গুলিবৃষ্টি করছে। চলছে গোলাবারুদ এবং বোমা নিক্ষেপ। পরপর দু’দিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনা সীমান্তের ওপার থেকে গুলি চালাচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতেও কুপওয়ারার কারনাহ এলাকায় পাকিস্তানের তরফে গুলি চালানো হয়েছে। অবাধে চলেছে গোলাবারুদ, বোমা বর্ষণ।
advertisement
আরও পড়ুন– সমগ্র দেশের জন্য একটি গর্বের মুহূর্ত, অপারেশন সিঁদুর সাফল্যের পর এল প্রধানমন্ত্রীর বিবৃতি
বারংবার বিভিন্ন সীমান্ত এলাকায় গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। অন্যান্য বারের মতোই এবারও যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এখনও পর্যন্ত এই গুলির লড়াইয়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কুপওয়ারা জেলার কারনাহ এলাকায় বেশিরভাগ সাধারণ মানুষকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
