TRENDING:

Kartarpur Corridor: আবার ওয়াঘার ওপারে সিধু, বসলেন 'বন্ধ‌ু' ইমরানের কাছেই

Last Updated:

পাক সেনাপ্রধানের সঙ্গে হাত মেলাতে দেখা গেল গোপাল সিং চাওলাকেও৷ এই খালিস্তানি নেতা চাওলার নাম সম্প্রতি অমৃতসরের নিরাঙ্করি ভবন হামলায় জড়িয়েছে৷ এ ছাড়াও আরও ৩ জনের নাম উঠে এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান গেলেন পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত্‍‌ সিং সিধু৷ পাকিস্তানের কর্তারপুরে গুরুদ্বার দরবার সাহিব পর্যন্ত করিডোর নির্মাণের শিলান্যাসে বন্ধু ইমরানের কাছেই বসলেন সিধু৷ এই কর্তাপুরের গুরুদ্বার দরবার সাহিবেই জীবনের শেষ কয়েক বছর কাটিয়েছিলেন গুরু নানক৷ কর্তারপুর করিডোর নির্মাণের পদক্ষেপে ভারত-পাক সম্পর্কের বরফ গলবে বলেই মনে করা হচ্ছে৷
advertisement

কর্তারপুর করিডোরের মাধ্যমে ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ পঞ্জাবের গুরুদাসপুর থেকে কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিব পর্যন্ত ভিসা-ফ্রি যাতায়াত করতে পারবেন৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, কর্তারপুর সাহিব করিডোর, ডেরা বাবা নানক থেকে প্রায় ৩-৪ কিমি পর্যন্ত বিস্তৃত থাকবে৷ এর ব্যয়ভার বহন করবে সরকার৷ আধুনিক সুবিধাযুক্ত হবে এই করিডোর৷ যা পুণ্যার্থীদের জন্যও লাভজনক হবে৷

advertisement

গুরুদ্বার দরবার সাহিব

বুধবার কর্তারপুর করিডোর নির্মাণের শিলান্যাসে ভারতের প্রতিনিধি হিসেবে পাকিস্তানে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ও হরদীপ সিং পুরি৷ বন্ধু ইমরানের ব্যক্তিগত আমন্ত্রণে অনুষ্ঠানে গিয়েছেন সিধু৷ কিন্তু তাত্‍‌পর্যপূর্ণ ভাবে আপাদমস্তক এই সিভিলিয়ান ফাংশনেও দেখা গেল পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি, হরসিমরত ও হরদীপের পাশেই বসেছেন সিধু৷ প্রটোকল অনুযায়ী ইমরানের কয়েকটা আসন পরেই৷

advertisement

এখানেই শেষ নয়, পাক সেনাপ্রধানের সঙ্গে হাত মেলাতে দেখা গেল গোপাল সিং চাওলাকেও৷ এই খালিস্তানি নেতা চাওলার নাম সম্প্রতি অমৃতসরের নিরাঙ্করি ভবন হামলায় জড়িয়েছে৷ এ ছাড়াও আরও ৩ জনের নাম উঠে এসেছে৷ ভারতের গোয়েন্দাদের কাছে খবর, গোপাল সিং চাওলার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও লস্কর-ই তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে৷ লস্কর নেতা হাফিজ সইদের সঙ্গে গল্পরত চাওলার ছবিও রয়েছে গোয়েন্দাদের হাতে৷

advertisement

পাকিস্তানের কর্তারপুর সাহিব রবি নদীর ধারে অবস্থিত৷ ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক থেকে ৪ কিলোমিটার৷ ১৫২২ সালে শিখ গুরু এটি স্থাপন করেন৷ এটাই প্রথম গুরুদ্বার৷ কর্তারপুর করিডোর ৬ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে৷ আগামী বছর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগেই চালু হয়ে যাবে করিডোর৷

প্রতি বছর ভারত থেকে হাজার হাজার শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের কর্তারপুরে যান গুরু নানকের জন্মদিনে৷ ভারত আজ থেকে ২০ বছর আগেই পাকিস্তানকে এই করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাকিস্তান এই করিডোরের শিলান্যাসে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান৷ কিন্তু ব্যক্তিগত কাজের জন্য তিনি যেতে পারেননি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kartarpur Corridor: আবার ওয়াঘার ওপারে সিধু, বসলেন 'বন্ধ‌ু' ইমরানের কাছেই