TRENDING:

প্রধানমন্ত্রী মোদির ঝটিকা সফর, ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠাল পাকিস্তান

Last Updated:

প্রধানমন্ত্রী মোদির ঝটিকা সফর, ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠাল পাকিস্তান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতার হয়ে ফেরার পথে লাহোরে সারপ্রাইজ ভিজিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আর এই ঝটিকা সফরে পাকিস্তানে নরেন্দ্র মোদির বিমান থামানোর জন্য ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠিয়েছে পাকিস্তান ৷ সম্প্রতি RTI অর্থাৎ তথ্য জানার অধিকার আইনে সামনে এসেছে এই তথ্য ৷
advertisement

RTI-তে করা প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছেতেই ভারতীয় বায়ুসেনা লাহোরে অবতরণ করায় বিমান ৷ এর জন্য ব্যবহার করা হয় রুট নেভিগেশন পরিষেবা ৷ সেই সেবার শুল্ক হিসেবেই ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠিয়েছে পাকিস্তান ৷

এছাড়া সামনে আসা তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ভারতীয় বায়ুসেনার বিমানে মোট ১১টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইরান, ফিজি, সিঙ্গাপুর, রাশিয়া, কাতার, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ভুটান ৷

advertisement

২০১৫ সালে ২৫ ডিসেম্বর আফগানিস্তান থেকে দিল্লি ফেরার পথে আচমকা লাহোরে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অল্প সময়ের জন্য লাহোরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান ৷ তাঁকে সপরিবারে স্বাগত জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ এয়ারপোর্ট থেকেই হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় পাক প্রধানমন্ত্রীর বাড়িতে, তাঁর জন্মদিনের অনুষ্ঠানে ৷ বিমানের যাত্রাপথ পরিবর্তনের কারণে ভারতকে ১.৪৯ লাখ টাকার বিল পাঠায় পাকিস্তান ৷

advertisement

এখানেই শেষ নয়, ২০১৬ সালের মে মাসে ইরান যাওয়ার সময় ও জুন মাসে কাতার যাওয়ার সময় প্রধানমন্ত্রীর বিমান যাত্রাপথ পরিবর্তন করে পাক ভূগন্ডের আকাশসীমা ব্যবহার করে ৷ তার জন্য যথাক্রমে ভারতীয় হাই কমিশনকে ৭৭, ২১৫ টাকা ও ৫৯, ২১৫ টাকার বিল ধরায় পাকিস্তান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তথ্য জানার অধিকার আইনে করা প্রশ্নের উত্তরে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, বায়ুসেনার বিমানে এপর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা ৷ এই খরচ বহন করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ৷ শুধু বিমান ভাড়া ছাড়াও বিমানবন্দরের ট্যারিফ, অবতরণের পর বিমান খরচ, বিদেশের ভারতীয় দূতাবাসে থাকার খরচ, জ্বালানির খরচ, বিমানবন্দরের ভাড়া, কর্মী, হোটেল কর্মীদের ডিএ, খাওয়াদাওয়া ও আরও আনুষঙ্গিক খরচ এই মোট হিসাবের অন্তর্ভূক্ত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী মোদির ঝটিকা সফর, ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠাল পাকিস্তান