TRENDING:

কুলভূষণের রায়ের পর ফের পাকিস্তানে গ্রেফতার এক ভারতীয়

Last Updated:

কুলভূষণ যাদবকে নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই শেষ হতে না হতেই ফের পাকিস্তানে গ্রেফতার হলেন এক ভারতীয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: কুলভূষণ যাদবকে নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই শেষ হতে না হতেই ফের পাকিস্তানে গ্রেফতার হলেন এক ভারতীয় ৷ মুম্বইয়ের বাসিন্দা শেখ নবি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পাকিস্তান ৷ পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই ব্যক্তিকে ইসলামাবাদের এফ-৮ অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে৷ গ্রেফতার হওয়া ভারতীয় ব্যক্তির কাছে নাকি ভ্রমণ সংক্রান্ত উপযুক্ত নথি ছিল না, আর সেই অভিযোগের ভিত্তিতেই পাক বৈদেশিক আইনের ১৪ নং ধারায় এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷
advertisement

কুলভূষণ যাদব মামলায় গত বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ রায় দিল আন্তর্জাতিক আদালত ৷ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়দানের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ ৷ এদিন ICJ শুনানি চলাকালীন কুলভূষণের ফাঁসি দেওয়া যাবে না ৷

চূড়ান্ত রায় ঘোষণার আগে ফাঁসি নয় ৷ কুলভূষণকে মৃত্যুদণ্ড দিতে পারবে না পাকিস্তান, রায় আন্তর্জাতিক আদালতের ৷ ‘ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ভারতীয় দূতাবাসকে দেখা করতে দেওয়া উচিত ৷ কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া উচিত ৷ কুলভূষণের গ্রেফতারি নিয়ে বিতর্ক আছে ৷ কুলভূষণের চরবৃত্তির প্রমাণ স্পষ্ট নয় ৷ কুলভূষণকে আইনি সহায়তা দিতে হবে’, রায় হেগের আন্তর্জাতিক আদালতের ৷

advertisement

ইরান থেকে অপহরণ করা হয় কুলভূষণকে ৷ এরপরে একতরফা পাক সেনা আদালতে শুনানি ৷ ‘চরবৃত্তি’র অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাকিস্তান সেনা আদালত ৷ বারবার আইনি সহায়তার দিল্লির আবেদনে সাড়া দেয়নি ইসলামাবাদ ৷

নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের ফাঁসি নিয়ে মুখোমুখি সওয়াল-জবাব করে ভারত ও পাকিস্তান। পাক আদালত কুলভূষণ যাদবকে ফাঁসি দিলেও, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কুলভূষণের রায়ের পর ফের পাকিস্তানে গ্রেফতার এক ভারতীয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল