TRENDING:

Pahalgam Terror Attack Update: বৈসরনে কেন সেদিন কোনও সেনা জওয়ান মোতায়েন ছিল না? প্রশ্ন বিরোধীদের, জবাব দিল কেন্দ্র

Last Updated:

বিরোধী দলনেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ বিরোধী শিবিরের একাধিক নেতা জানতে চান, বৈসরনের ওই পর্যটনকেন্দ্রে কেন কোনও সেনা জওয়ানকে মোতায়েন করা ছিল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পহলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর পরই সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠেছে, কেন বৈসরনের ওই পর্যটন কেন্দ্রে কেন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ছিল না? পহলগাঁও ইস্যুতে ডাকা সর্বদলীয় বৈঠকেও কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নই করেন বিরোধী দলের একাধিক নেতাও৷ কেন বৈসরনের ওই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে কোনও নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা ছিল না, বিরোধী পক্ষকে তার ব্যাখ্যাো দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
বৈসরনের এই জায়গাতেই হয় জঙ্গি হামলা৷
বৈসরনের এই জায়গাতেই হয় জঙ্গি হামলা৷
advertisement

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বিরোধীপক্ষে ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেদের মতো সিনিয়র নেতারা৷

সূত্রের খবর বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ বিরোধী শিবিরের একাধিক নেতা জানতে চান, বৈসরনের ওই পর্যটনকেন্দ্রে কেন কোনও সেনা জওয়ানকে মোতায়েন করা ছিল না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জবাবে সরকার পক্ষ জানায়, সাধারণ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা শুরু হয়৷ সাধারণত জুন মাস নাগাদ সেই কাজ শুরু হয়৷ কিন্তু এ বছর স্থানীয় প্রশাসন অথবা পুলিশকে কিছু না জানিয়েই স্থানীয় ট্যুর অপারেটররা পর্যটকদের গত ২০ এপ্রিল থেকে বৈসরনের ওই স্পটে পর্যটকদের নিয়ে যেতে শুরু করে বলে অভিযোগ৷ এ বিষয়ে স্থানীয় প্রশাসনও অন্ধকারে ছিল৷ যার ফলে বৈসরনের ওই স্পটে নিরাপত্তা বাহিনী জওয়ানদের মোতায়েন করা সম্ভব হয়নি বলেই সরকার পক্ষ দাবি করে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack Update: বৈসরনে কেন সেদিন কোনও সেনা জওয়ান মোতায়েন ছিল না? প্রশ্ন বিরোধীদের, জবাব দিল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল