কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বিরোধীপক্ষে ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেদের মতো সিনিয়র নেতারা৷
সূত্রের খবর বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ বিরোধী শিবিরের একাধিক নেতা জানতে চান, বৈসরনের ওই পর্যটনকেন্দ্রে কেন কোনও সেনা জওয়ানকে মোতায়েন করা ছিল না৷
advertisement
জবাবে সরকার পক্ষ জানায়, সাধারণ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা শুরু হয়৷ সাধারণত জুন মাস নাগাদ সেই কাজ শুরু হয়৷ কিন্তু এ বছর স্থানীয় প্রশাসন অথবা পুলিশকে কিছু না জানিয়েই স্থানীয় ট্যুর অপারেটররা পর্যটকদের গত ২০ এপ্রিল থেকে বৈসরনের ওই স্পটে পর্যটকদের নিয়ে যেতে শুরু করে বলে অভিযোগ৷ এ বিষয়ে স্থানীয় প্রশাসনও অন্ধকারে ছিল৷ যার ফলে বৈসরনের ওই স্পটে নিরাপত্তা বাহিনী জওয়ানদের মোতায়েন করা সম্ভব হয়নি বলেই সরকার পক্ষ দাবি করে৷