উপত্যকায় ৬৬ লাখ মোবাইল উপভোক্তার মধ্যে ৪০ লাখ গ্রাহক পোস্টপেড পরিষেবা ব্যবহার করেন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে পোস্টপেড মোবাইল পরিষেবা শুরু হলেও ইন্টারনেট পরিষেবা শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ প্রাথমিকভাবে পোস্টপেড মোবাইল শুরু হলেও প্রিপেড মোবাইল সার্ভিসও শীঘ্রই শুরু হবে ৷
১০ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে কাশ্মীরের দরজা ৷ এরপরই প্রশাসনের কাছে পর্যটন সংস্থার তরফে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানো হয় ৷ কারণ, পর্যটকরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবা নেই এমন কোনও জায়গায় আসতে পছন্দ করবেন না বলেই মত ট্যুরিস্ট কোম্পানিগুলির ৷ ৫ অগস্ট, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকে উপত্যকায় সম্পূর্ণ বন্ধ ছিল ফোন পরিষেবা ৷ সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আংশিকভাবে ৫০ হাজার ল্যান্ডলাইন ফোনে পরিষেবা চালু করা হয় ৷
advertisement