TRENDING:

ত্রিপুরার ফলেই কি ঘুম ভাঙল? বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে জোট গঠনে অবশেষে শুরু তৎপরতা

Last Updated:

ত্রিপুরার ফলেই কি ঘুম ভাঙল? বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে জোট গঠনে অবশেষে শুরু তৎপরতা। ৪৮ ঘণ্টায় দ্রুত বদলেছে ঘটনাপ্রবাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ত্রিপুরার ফলেই কি ঘুম ভাঙল? বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে জোট গঠনে অবশেষে শুরু তৎপরতা। ৪৮ ঘণ্টায় দ্রুত বদলেছে ঘটনাপ্রবাহ। একমঞ্চে আসার ইঙ্গিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের। টিআরএস, তৃণমূল কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে নিয়েই আপাতত দিনের আলো দেখার আশায় মোদি বিরোধী ফ্রন্ট।
advertisement

মোদি বিরোধী ফ্রন্টের প্রস্তুতি

মমতা-চন্দ্রশেখর কথা

সমর্থনের প্রতিশ্রুতি আরও ২ দলের

কংগ্রেসের অবস্থান নিয়ে ধোঁয়াশা

ত্রিপুরার ফলেই বদলে গেল ছবিটা। শীতঘুম ভেঙে গা-ঝাড়া মোদি বিরোধীদের। বিকল্প জোট তৈরিতে একমঞ্চে আসার ইঙ্গিত তৃণমূল কংগ্রেস, টিআরএস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এআইএমআইএম সহ ৫ আঞ্চলিক দলের। তালিকায় জনতা কংগ্রেস, উদয় ভারতের মতো দলও।

advertisement

রবিবারই কে চন্দ্রশেখর রাওকে সমর্থন জানিয়ে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মোদি বিরোধী ফ্রন্টে সামিল হওয়ার কথা জানিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের দাবি, আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোটে যোগ দিতে তৈরি অনেকেই। সেই তালিকায় কারা থাকতে পারেন, তা নিয়েও শুরু জল্পনা

চেষ্টা করেও নবীন পট্টনায়েকে দলে টানতে পারেনি বিজেপি

advertisement

মমতা, নবীন, চন্দ্রশেখরকে সামনে রেখে জোটের উদ্যোগ হতে পারে

নজরে উদ্ধব ঠাকরে ও চন্দ্রবাবু নাইডুও

এদের সঙ্গে বিজেপির সম্পর্ক তলানিতে

তবে দুজনেরই এনডিএ ছাড়া নিয়ে সংশয়

আরজেডি, ডিএমকে, এনসিপির মতো দলের সঙ্গে কথা

এসপি ও বিএসপির সঙ্গেও আলোচনা

এদের নিয়েই মোদি বিরোধী জোটের ভাবনা

উত্তরপ্রদেশে দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে জোট বেঁধেছে এসপি ও বিএসপি। এই তৎপরতার মধ্যেও নড়াচড়ার লক্ষ্ণণ দেখাচ্ছে না কংগ্রেস। যা নিয়ে হতাশা গোপন রাখেননি চন্দ্রশেখর রাও-ও। জোটের উদ্যোগ ভেস্তে দিতে নামছে গেরুয়া শিবিরও। তবে প্রকাশ্যে তা মানছে না বিজেপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বহুদিন ধরেই বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ থেকে বিহার ছুটে বেড়িয়েছেন তিনি। তাঁর দেখানো পথেই দেরিতে হলেও লড়াই দিতে উদ্যোগী বিরোধীরা।

বাংলা খবর/ খবর/দেশ/
ত্রিপুরার ফলেই কি ঘুম ভাঙল? বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে জোট গঠনে অবশেষে শুরু তৎপরতা