TRENDING:

৮ সাংসদের সাসপেনশন না তোলা পর্যন্ত রাজ্যসভা বয়কট, এককাট্টা বিরোধীরা

Last Updated:

রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তে বিরোধীরা তো বটেই, শাসক শিবিরের সাংসদরাও অখুশি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আট জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যসভা বয়কট করবে বিরোধীরা৷ সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে এ ভাবেই এককাট্টা হল বিরোধী দলগুলি৷ রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ এ দিন এ কথা জানিয়েছেন৷
advertisement

একই সঙ্গে গুলাম নবি আজাদ এ দিন দাবি করেছেন, বেসরকারি সংস্থা এবং এফসিআই-ও যাতে ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে চাষিদের থেকে ফসল না কেনে, তা নিশ্চিত করতে একটি বিল আনুক সরকার৷

রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তে বিরোধীরা তো বটেই, শাসক শিবিরের সাংসদরাও অখুশি৷ আজাদ বলেন, 'সংসদ একটি পরিবারের মতো৷ পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতেই পারে৷'

advertisement

বিরোধী দলনেতা অবশ্য স্বীকার করে নিয়েছেন, সংসদে মাইক ভাঙা বা টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোকে তিনিও সমর্থন করেন না৷ যদিও আজাদের দাবি, বিরোধী সাংসদরা যা করেছেন তা দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কংগ্রেস সাংসদ আরও বলেন, সরকারের মধ্য এবং সরকারের সঙ্গে বিরোধী দলগুলির সমন্বয়ের মাধ্যমে সাংসদ চলে৷ কিন্তু কখনওই চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সরকারের সমন্বয়ের মাধ্যমে সংসদ চলতে পারে না৷ তাঁর আরও দাবি, কৃষি বিল ইস্যুতে ১৮টি দল একদিকে ছিল এবং বিজেপি একদিকে৷ তা সত্ত্বেও বিরোধীদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করেই জোর করে এই বিলগুলি পাশ করানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৮ সাংসদের সাসপেনশন না তোলা পর্যন্ত রাজ্যসভা বয়কট, এককাট্টা বিরোধীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল