TRENDING:

এখনও ভেন্টিলেশনে উন্নাওয়ের ধর্ষিতা, অমিত শাহের বিবৃতি দাবিতে উত্তপ্ত লোকসভা

Last Updated:

গত ২৮ জুলাই উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাওয়ের অভিযোগকারী৷ ২০১৭ সালে বিজেপি বিধায়ক কূলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উন্নাও কাণ্ডে সোমবার সকাল থেকে উত্তপ্ত লোকসভা৷ অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু করেন বিরোধীরা৷ বিরোধীদের দাবি, ষড়যন্ত্র করেই উন্নাওয়ের ধর্ষিতাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে৷ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷
advertisement

advertisement

গত ২৮ জুলাই উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাওয়ের অভিযোগকারী৷ ২০১৭ সালে বিজেপি বিধায়ক কূলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী৷ রবিবারে গাড়ি করে ফিরছিলেন মা ও মেয়ে, গাড়ি চালাচ্ছিলেন আইনজীবী। দুর্ঘটনার সময়ে প্রবল বৃষ্টি পড়ছিল। একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে৷ গত বছর ন্যায্য বিচারের দাবিতে ধর্ষণের অভিযোগ এনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন ১৬ বছরের এক তরুণী। এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন অভিযোগকারী তরুণী৷ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দুর্ঘটনার আগে গত ১২ জুলাই প্রাণনাশের আশঙ্কার কথা সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছিলেন অভিযোগকারিণী৷ ওই তরুণীর পরিবারের অভিযোগ ছিল, তাঁদের লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
এখনও ভেন্টিলেশনে উন্নাওয়ের ধর্ষিতা, অমিত শাহের বিবৃতি দাবিতে উত্তপ্ত লোকসভা