তবে গোড়া থেকেই বলা যাক! মহারাষ্ট্রের থানেতে বছর ২৫-এর এক যুবক একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে ৪৬ হাজার টাকার আইফোন অর্ডার দিয়েছিলেন। কিন্তু যা ডেলিভারি পেলেন, তাতে চোখ কপালে ওঠার যোগাড়! ফোন তো দূরস্ত, যুবক পেলেন ৩টি সাবান।
জানা যায়, একটি ফোটিকপির দোকানে কর্মরত ওই যুবক অনলাইনে ৪৬ হাজার টাকা মূল্যের একটি আইফোন অর্ডার দিয়েছিলেন। ডেলিভারির সময় প্যাকেট খুলতেই ভিমড়ি খাওয়ার অবস্থা। দেখেন, আইফোনের বদলে তাতে রাখা রয়েছে তিনটি সাবান। কিছু বুঝতে না পেরে পুলিশের দ্বারস্ত হন যুবক। যুবকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারাণ মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারসেলটি যুবকের কাছে পৌঁছনোর আগেই কেউ সেটি খুলে ফোন সরিয়ে নিয়ে সাবান রেখে দিয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 3:30 PM IST
