পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স ২৬। বেঙ্গালুরুতে একটি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করত। অনলাইনে লুডো গেম খেলার বড় নেশা ছিল। সেই লুডো গেম খেলতে গিয়ে পাকিস্তানের এক যুবতীর সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই প্রেমের শুরু। প্রেমিকের কাছে যেতে ভারতে চলেও আসতে রাজি ছিল ওই যুবতী।
advertisement
শেষে ওই যুবতী প্রেমিকের কথা মেনে নেপালে যায়। সেখান থেকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারপরে বেঙ্গালুরুতে যায়। ওই যুবককে বিয়ে করে এখানে থাকতেও শুরু করে দেয় সে। কিন্তু গোপন সূত্রে সেই খবর চলে যায় ও পুলিশের কাছে। পুলিশ পরে ওই যুগলকে আটক করে।
আরও পড়ুন, কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
আরও পড়ুন, যা রটেছিল, তা ঘটল না! প্রণবপুত্র নন, সাগরদিঘিতে দেবাশিসই তৃণমূলের ভরসা
জানা গিয়েছে, ওই যুবতীর বয়স ১৯। তার বিরুদ্ধে অবৈধ ভাবে থাকা এবং জাল কাগজপত্র দেখানোর অভিযোগ আনা হয়েছে। ওই যুবতীকে আপাতত ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে। যুবককে এখনও আটক করে রেখেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০২২ সালে ওই যুবতী ভারতে প্রবেশ করে। তখন থেকেই অবৈধ ভাবে এতোদিন এদেশে থাকছিল সে।