কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, দেশে করোনা আক্রান্ত বেড়ে হল ৬০৷ কর্নাটকে ৪ ও মহারাষ্ট্রে ২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস৷ লাদাখে দুজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস৷ রাজস্থান, তেলঙ্গানা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর ও পঞ্জাবে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ কেরলে ৮৯ বছরের বৃদ্ধা করোনা আক্রান্ত৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ ওই বৃদ্ধার ছেলেও করোনা আক্রান্ত৷ এই পরিবারটি সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দিল্লিতে মেদান্ত ও সফদরজং হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিত্সা চলছে৷ তাঁদের অবস্থা স্থিতিশীল৷
কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, কর্নাটকে ৪ জনের দেহে মিলেছে করোনা৷ মহারাষ্ট্রের পুনেতে ৩ জনের দেহে COVID-19 পজিটিভ৷ মঙ্গলবার করোনা কবলিত ইরান থেকে ৫৮ জন ভারতীয় তীর্থযাত্রীকে দেশে ফেরানো হয়েছে৷ তাঁদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে৷ আজ অর্থাত্ বুধবার করোনা নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ কেরলে ১ হাজার ১১৬ জনকে পরীক্ষা করা হচ্ছে৷ বিভিন্ন হাসপাতালে ১৪৯ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে, ৯৬৭ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে৷
কেরলে স্কুল, কলেজ ও সিনেমা হলগুলি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ সব পরীক্ষাও আপাতত স্থগিত৷