advertisement
এই ট্য়ুইটের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আমরা ভারত মহাসাগর দিয়ে যুক্ত আর ভারতীয় সিঙাড়া দিয়ে ঐক্যবদ্ধ। দেখে দারুণ লাগছে...একবার করোনার বিরুদ্ধে জয় পেয়ে গেলে তারপর আমরা একসঙ্গে সিঙাড়া খাবো। আগামী ৪ জুন আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।’
কথা আছে, আগামী ৪ জুন করোনা মোকাবিলার নানা স্ট্র্যাটেজি ও বাণিজ্যিক বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে, আলোচনায় দু’দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা হবে। এবছর জানুয়ারি মাসেই ভারতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। কিন্তু সেই সময়ে তিনি আসেননি। তারপর করোনা ভাইরাস সংক্রমণের কারণে বৈঠক আর হয়ে ওঠেনি। সেই আলোচনাই এবার হবে ৪ জুন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2020 5:41 PM IST