TRENDING:

নোরার নিতম্বে টেরেন্সের হাত! নিজের অবস্থান স্পষ্ট করে টেরেন্স জানালেন, মহিলাদের তিনি খুবই সম্মান করেন

Last Updated:

দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন টেরেন্স৷ বিশিষ্ট কোরিওগ্রাফার হিসেবে নিজের পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একটি ভাইরাল ভিডিও৷ যা নিয়ে খুবই চাঞ্চল্য তৈরি হয়৷ সেখানে দেখা যায় যে, সাকি গার্ল নোরা ফাতেহির (Nora Fatehi)পিছনে দাঁড়িয়ে ডান্স মাস্টার টেরেন্স লুইস(Terence Lewis)৷ এবং তিনি নোরার নিতম্বে আচমকা থাপ্পড় মারছেন৷ এই ভিডিও দেখে শোরগোল পড়ে যায়৷ মুহূর্তে ভিডিওটিও ভাইরাল হয়৷ তবে এটি একেবারে ভুল একটি ভিডিও বলে জানান টেরেন্স৷ তাঁর দিকে আঙুল উঠতেই এর আগেও তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখেছিলেন৷ যাতে কমেন্ট করেন নোরা৷ এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের মতামত জানান তিনি৷
advertisement

দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন টেরেন্স৷ বিশিষ্ট কোরিওগ্রাফার হিসেবে নিজের পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে৷ ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে সকলেই চেনেন তাঁকে৷ নাচের সূত্রে অনেক মহিলার সঙ্গে তাঁকে দেখাও গিয়েছে৷ কিন্তু কখনই এমন অভব্য অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি৷ সেই নিয়েই মুখ খোলেন লুইস৷ তিনি বলেন যে, অভিনেত্রী নোরার প্রতি তাঁর গভীর সম্মান রয়েছে৷ তাঁর অভিযোগ যে ভিডিওটি আসলে বিকৃত বা মরফ করা হয়েছে৷ তার প্রমাণ স্বরূপ তিনি বলেন যে, যদিও ঘটনাটি সত্যিই হয়, তাহলে নোরা কেন সঙ্গ সঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি? ?

advertisement

ডান্স মাস্টারের আরও বক্তব্য, জীবনে তিনি প্রচুর মহিলার সান্নিধ্যে এসেছেন এবং সকলের থেকেই তিনি সম্মান ও ভালবাসা পেয়েছেন৷ কোনও দিনও এমন 'নোংরামো' করার কথা ভাবেননিও তিনি৷ টেরেন্সের সাফ কথা, 'এসব ৪৫ বয়সে এসে একেবারেই মানায় না!'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ইতিমধ্যেই এই রিয়ালিটি শো থেকে বিদায় নিয়েছেন নোরা৷ করোনা জয়ী হয়ে ফিরে এসেছেন মালাইকা৷ তাঁর পরিবর্তেই শোয়ে আসেন নোরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
নোরার নিতম্বে টেরেন্সের হাত! নিজের অবস্থান স্পষ্ট করে টেরেন্স জানালেন, মহিলাদের তিনি খুবই সম্মান করেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল