TRENDING:

সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেল সিংঘ-বাঘ, পাখির কন্ঠে অনবদ্য 'সারে জাহান সে আচ্ছা', ভাইরাল ভিডিও

Last Updated:

বন্যপ্রাণীদের গলায় 'সারে জাহান সে আচ্ছা', অপূর্ব এই ভিডিওটি আপনার মন ভরিয়ে দেবে। দেখুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গতকাল ২৬ জানুয়ারি ভারতের ৭২ তম সাধারণতন্ত্র দিবসে, সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে শ্রদ্ধা জানানোর জন্য অ্যানিম্যাল প্ল্যানেট ইন্ডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। বিভিন্ন বন্য প্রাণীদের শব্দ দিয়ে তৈরি একটি দারুণ ভিডিও বানানো হয়েছে, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ভিডিওটিতে 'সারে জাহান সে আচ্ছা' গানটির উপস্থাপনার সঙ্গে সিংঘ, বাঘ, পাখিদের ছবি একেবারে অনবদ্য।
advertisement

এই অপূর্ব সংকলনটি এর আগে কেউ কখনও করেনি এবং করার কথা ভাবতেও পারেনি। এটি ইউটিউবের মতন ডিজিট্যাল প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। গানটি মুম্বই-ভিত্তিক ক্যাপেলা (গান গাওয়ার সময় কোনও যন্ত্র ব্যবহার করা হয়না) ব্যান্ড 'রাগা ট্রিপিন' বানিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছে এই ভিডিওটি, লাইক শেয়ার সহ নেটিজেনদের কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সামাজিক মাধ্যমগুলি।

advertisement

চলুন দেখে নেওয়া যাক সেই অপূর্ব ভিডিও---

দেড় মিনিটের এই ভিডিও ক্লিপটি ইতিমধ্যে ইউটিউবে প্রায় ৫ লক্ষের বেশি ভিউজ পেয়েছে এবংসেই সঙ্গে ট্যুইটার ও ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

অ্যানিম্যাল প্ল্যানেট ইন্ডিয়া নিজেদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, "ভারতের অবিশ্বাস্য জীববৈচিত্র্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি! ভারতের বন্য প্রাণীদের বিভিন্ন শব্দ দিয়ে তৈরি দেশাত্মবোধক গান 'সারে জাহান সে আচ্ছা' উপভোগ করুন। এই গানটি একেবারে অরিজিনালি বিভিন্ন পাখি, প্রাণী এবং প্রকৃতির শব্দগুলি দিয়ে খাঁটি ভাবে বানানো হয়েছে। এই সুন্দর সংস্করণটি তৈরি করতে সাহায্য করেছে ক্যাপেলা ব্যান্ড রাগা ট্রিপিন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

উল্লেখ্য, দেশাত্মবোধক এই গান 'সারা জাহান সে আছা' উর্দু কবিতার গজল কবি মহম্মদ ইকবাল লিখেছিলেন শিশুদের জন্য।

বাংলা খবর/ খবর/দেশ/
সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেল সিংঘ-বাঘ, পাখির কন্ঠে অনবদ্য 'সারে জাহান সে আচ্ছা', ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল