এখন আগের মতো কড়াকড়ি নেই। খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। অনলাইন ক্লাসের বদলে স্কুলে গিয়েই পড়াশুনো এবং পরীক্ষা দিচ্ছে ছাত্র ছাত্রীরা। অন্যদিকে অফিসেও অনেকটা কমে এসেছে ওয়ার্ক ফ্রম হোম। বাজার হাট, সিনেমা হল, শপিং মল, পার্ক সব কিছুই খোলা রয়েছে। মানুষকে অনেক জায়গায় মাস্ক পরতেও দেখা যাচ্ছে না। মাস্কের ওপরেও নেই কড়াকড়ি। কারণ ধরেই নেওয়া হয়েছে, এবার করোনা আর পাঁচটা সাধারণ ভাইরাস ঘটিত রোগের মতোই থেকে যাবে। কিন্তু এসবের মধ্যেই ফের আতঙ্ক ছড়াতে শুরু করে করোনার চতুর্থ ঢেউ নিয়ে। রূপ বদলে ফের হামলা বসায় ওমিক্রন। বিএ ২.৭৫ করোনার নতুন রূপ। যা নিয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু হয়ে গিয়েছে। এই ভাইরাস কতোটা ছড়াবে তা নিয়েও আতঙ্ক দেখা দিয়েছে। কারণ গত কয়েক দিন ধরে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রভাব! আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে।
advertisement
সূত্রের খবর ওমিক্রনের এই নতুন রূপ বিএ ২.৭৫ তুলনামূলকভাবে কম ছড়াচ্ছে ভারতে। এই ভ্যারিয়েন্টটি আগের থেকেও বেশি সংক্রমক। কিন্তু তুলনামূলক ভাবে ভারতে এই ভ্যারিয়েন্ট কম ছড়াচ্ছে। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের ছড়ানোর মাত্রা অত্যাধিক হয়ে যায়নি। তবে এর সঙ্গে জানা গিয়েছে, এই নতুন ভ্যারিয়েন্টটিকে মনিটর বা নজর করা একটু কঠিন। তাই ঠিক কতটা ছড়িয়েছে তা এখুনি বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আপাতত কম ছড়াচ্ছে, আর এটাই একটু স্বস্তির। মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। বর্তমানে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৪শো ৭৫জন।