পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর এ দিন জম্ম কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ওমর বলেন, নিহতদের পরিবারের কাছে কীভাবে ক্ষমা চাইবেন, তা জানা নেই তাঁর৷
আরও পড়ুুন: পহেলগাঁওয়ের পাল্টা পাক অধিকৃত কাশ্মীর, বড় নির্দেশ দেবেন মোদি? ভারতের হাতে ৫ অস্ত্র
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘অতীতে আমরা এই ধরনের অনেক হামলা দেখেছি৷ কিন্তু বৈসরনে যা হয়েছে, এত বড় মাপের ঘটনা গত ২১ বছরে ঘটেনি৷ হামলায় নিহতদের পরিবারের কাছে কীভাবে ক্ষমা চাইব আমি জানি না৷ অতিথিদের রক্ষা করতে আমি ব্যর্থ হয়েছি৷ তাঁদের নিরাপত্তা আমার দায়িত্ব ছিল৷ ক্ষমা চাওয়ার ভাষা নেই আমার৷’
advertisement
জম্মু কাশ্মীরে নির্বাচন হলেও এখনও রাজ্যের তকমা ফেরায়নি কেন্দ্র৷ ওমর অবশ্য এ দিন জানিয়েছেন, পহেলগাঁওয়ের ঘটনাকে ঢাল করে সেই দাবি তুলতে চান না তিনি৷ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনার পর কোন মুখে আমি জম্মু কাশ্মীরের জন্য রাজ্যের তকমা ফেরত চাইব? আমি কি এত নিচু মানের রাজনীতি করি? অতীতেও আমরা রাজ্যের তকমা ফেরত চেয়ে সরব হয়েছি, ভবিষ্যতেও তা করব৷ কিন্তু ২৬ জনের মৃত্যুর পর আমি যদি কেন্দ্রের কাছে গিয়ে রাজ্যের তকমা ফেরত চাই, তাহলে তা আমার জন্য লজ্জাজনক হবে৷’
আবেগপ্রবণ হয়ে ওমর এ দিন বলেন, জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের হাতে থাকলেও মুখ্যমন্ত্রী এবং পর্যটনমন্ত্রী হিসেবে পর্যটকদের রক্ষার দায়িত্ব ছিল তাঁরও৷ ওমর বলেন, মানুষ আমাদের সমর্থন করতে শুরু করলেই সন্ত্রাসবাদ এবং নাশকতার শেষ হবে৷ পহেলগাঁও কাণ্ডের পর যে আন্দোলন তৈরি হয়েছে, এমন কিছু করা উচিত নয় যাতে তার ক্ষতি হয়৷ বন্দুক দিয়ে হয়তো সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সন্ত্রাসকে নির্মূল করতে গেলে মানুষের সমর্থনই প্রয়োজন৷