গত কয়েকদিন ধরে নোট বিভ্রান্তি নিয়ে চরম ভোগান্তির সম্মুখিন হতে হয়েছে সাধারণ মানুষকে ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মেলেনি নতুন নোট ৷ তার উপর নিজের কাছে থাকা অচল ৷ তার মাঝে কেন্দ্রে সরকারের সিদ্ধান্ত কিছুটা হলে সস্থির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ ৷
প্রথমে জানানো হয় যে ১১ নভেম্বর পর্যন্ত পেট্রোল পাম্পে পুরোন নোট নেওয়া হবে ৷ কিন্তু ব্যাঙ্ক ও এটিএমে পর্যাপ্ত টাকা না থাকায় আগামী দু’দিন পুরোন টাকা দিয়ে কিনতে পারা যাবে পেট্রোল ও ডিজেল ৷
advertisement
পেট্রোল পাম্পের পাশাপাশি পুরোনো নোট রেলের টিকিট কাউন্টার, হাসপাতাল ও ওষুধের দোকানেও নেওয়া হবে ৷ কেবল তা নয় আগামী তিন দিন অথার্ৎ ১৪ নভেম্বর পর্যন্ত টোল ট্যাক্স আদায় করা হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার ৷
কোথায় কোথায় চলবে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট ?
-পেট্রোল পাম্প
-রেলের টিকিট বুকিং কাউন্টার, সরকারি বাস, এয়ারলাইন্স টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য পুরোনো নোট ব্যবহার করা যেতে পারে
-রাজ্য ও কেন্দ্র সরকার অধিকৃত কো-অপারেটিভ স্টোর, সরকারি মিল্ক বুথেও পুরোনো টাকা নেওয়া হবে ৷