TRENDING:

Coromandel Express Accident : তাহলে কি নিছক দুর্ঘটনা নয়? রয়েছে বড় কোনও জট? সিবিআই তদন্তের সওয়ালে উঠছে একাধিক প্রশ্ন

Last Updated:

Coromandel Express Accident : রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা পয়েন্ট মেশিন এবং ইন্টারলকিং সিস্টেম কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করার সময় বাইরের কারও হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা:  করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভুবনেশ্বরের রেল সদনে একটি সাংবাদিক বৈঠক করেন রেলমন্ত্রী। সেখানেই এই খবর জানান তিনি। রেলমন্ত্রী বলেন, ঘটনার গুরুত্ব মাথায় রেখে এবং প্রশাসনের কাছে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে রেলওয়ে বোর্ড এই মামলার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করার সুপারিশ করেছে।
উঠছে একাধিক প্রশ্ন
উঠছে একাধিক প্রশ্ন
advertisement

বিভীষিকা কাটিয়ে ছন্দে ফিরছে বাহানাগা স্টেশন। শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উপড়ে পড়েছিল রেললাইন। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার এবং সাথে রেল লাইন ও ছিঁড়ে যাওয়া তার মেরামতির কাজে হাত লাগায় রেল। অবশেষে রবিবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে ডাউন লাইনে মালগাড়ি চালাল রেল কর্তপক্ষ। দ্রুত ট্রেন পরিষেবা চালু হবে বলে রেলওয়ে সূত্রে খবর।

আরও পড়ুন- এত লোক মারা গেল এর দায় কার? ওড়িশায় রেল দুর্ঘটনা নিয়ে ফের বিস্ফোরক অভিষেক

advertisement

প্রসঙ্গত এর আগে, তদন্তকারী দলের পাশাপাশি CBI কিংবা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আর্জি জানিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ নিয়ে চিঠি লিখেছিলেন তমলুকের সাংসদ৷  যা নিয়ে শুরু হয় জোর চর্চা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলমন্ত্রী যাতে গোটা বিষয়টির শিকড় পর্যন্ত পৌঁছন, নিজের চিঠিতে সেই আর্জি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই৷ দিব্যেন্দুর কথায়, বন্দে ভারতের সাফল্য নিয়ে প্রতিবেশী দেশ তো বটেই, খুশি নন কেন্দ্রীয় সরকারে থাকা পূর্ববর্তী রাজনৈতিক দলও৷ সেই কারণে এই ঘটনার তদন্ত CBI-এর মতো কোনও সংস্থাকে দিয়ে করানো উচিত বলে মনে করেন সাংসদ৷

advertisement

তবে সিবিআই তদন্তের বিষয়টির পরেই উঠছে একাধিক প্রশ্ন। রেলমন্ত্রী নিজেই জানিয়েছেন, পয়েন্ট মেশিনের সেটিং পরিবর্তন করা হয়েছিল। কীভাবে এবং কেন এটি করা হয়েছিল তা তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হবে। ভয়াবহ ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে। আমি বিস্তারিত জানাতে চাই না। রিপোর্ট আসুক। আমি শুধু বলব যে অপরাধমূলক কাজের মূল কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। 

advertisement

রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা পয়েন্ট মেশিন এবং ইন্টারলকিং সিস্টেম কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করার সময় বাইরের কারও হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের সদস্য জয়া ভার্মা সিনহা বলেন, ‘এটিকে একটি ফেল-সেফ সিস্টেম বলা হয়। এর মানে হল, এটি ব্যর্থ হলেও সমস্ত সংকেত লাল হয়ে যাবে এবং সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে৷ রেলমন্ত্রী যেমনটা বলেছেন, সিগন্যালিং সিস্টেমে সমস্যা আছে, এটাও হতে পারে যে কেউ তারগুলি না দেখে কিছু খনন করেছে।’ 

advertisement

শুক্রবার রাতে বাহানাগা স্টেশনের কাছেই তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। করমণ্ডল এক্সপ্রেসের ২৩টি বগি খেলনা ট্রেনের মতো ছড়িয়ে ছিটিয়ে যায় এদিক-ওদিক। সেই দুর্ঘটনার জালই বিস্তৃত হচ্ছে বহুদূর। কিছু একটা গোলমাল যে আছে, সে কথা জানাচ্ছে শাসক-বিরোধী উভয় পক্ষও।

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident : তাহলে কি নিছক দুর্ঘটনা নয়? রয়েছে বড় কোনও জট? সিবিআই তদন্তের সওয়ালে উঠছে একাধিক প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল