TRENDING:

‘NRC-তে যারা বাদ পড়বে, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে’, বিস্ফোরক বিজেপি নেতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চলতি বছরের শেষেই জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৷ তার আগেই এনআরসি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ৷ বলেন, এনআরসি-তে যাদের নাম থাকবে না ৷ তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিতর্ক চরমে ৷
advertisement

নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সেমিনারে রাম মাধব বলেন, যারা অবৈধভাবে এদেশে রয়েছেন ৷ এনআরসি তালিকা প্রকাশের পর তাদেরকে চিহ্নিত করা হবে ৷ প্রাথমিকভাবে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ৷ ভোটার তালিকা থেকেও তাদের নাম বাদ পড়বে ৷ তারপর তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে ৷’

অসমের পাশাপাশি সমস্ত রাজ্যেই জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশের দাবি জানালেন রাম মাধব ৷ তিনি বলেন, ‘সব রাজ্যেই এনআরসি তালিকা প্রকাশ করা উচিত ৷ এই তালিকাই সকল ভারতীয়কে রক্ষা করবে ৷ কারণ অসমের এনআরসি-তে যাদের নাম উঠবে না ৷ তারা অন্য রাজ্যে আশ্রয় খুঁজবে ৷ তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দেশের প্রতিটি রাজ্যেই এনআরসি তালিকা প্রকাশ করা উচিত ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাম মাধব আরও বলেন, ‘‘অনুপ্রবেশকারীদের কোনও দেশেই থাকার অনুমতি নেই গোটা বিশ্বে ৷ কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই ভারত দিনকে দিন ‘ধরমশালা’ হয়ে গিয়েছে ৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
‘NRC-তে যারা বাদ পড়বে, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে’, বিস্ফোরক বিজেপি নেতা