সম্প্রতি রেলকে দেনার হাত থেকে বাঁচিয়ে আয় বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ এবার রেলভাড়ায় ভর্তুকি তুলে দেওয়ার পথে হাঁটছে সরকার ৷ সামনের মাস থেকেই রেলের টিকিট বুক করার সময় যাত্রীদের একটি অপশন দেওয়া শুরু করবে ভারতীয় রেল ৷ যাতে সম্মতি জানিয়ে যাত্রীরা টিকিট কাটার সময় রেলের তরফে দেওয়া ভর্তুকি অস্বীকার করতে পারবেন ৷ অনলাইনেই শুধু নয়, কাউন্টার টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও এই ভর্তুকি প্রত্যাহারের অপশন দেওয়া হবে।
advertisement
রেলসূত্রে খবর, এই পন্থায় প্রথমে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ভর্তুকি বন্ধ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার ৷ বর্তমানে ট্রেন ভাড়ায় ৪৩ শতাংশ ভর্তুকি দেয় সরকার ৷ যার জন্য প্রতি বছর রেলের ৩০ হাজার কোটি টাকা লোকসান হয় ৷
ভর্তুকি সামাল দিতেই রেল এর আগেই শতাব্দী ও রাজধানীর মতো প্রথম সারির ট্রেনে ডায়নামিক ফেয়ার চালু করেছে রেল ৷ ভর্তুকি ছাড়ার অপশন প্রথমে রাজধানী, শতাব্দীর মতো সুপারফার্স্ট ট্রেনের টিকিটে দেওয়া হলেও শীঘ্রই সমস্তধরনের ট্রেনের টিকিট থেকে ভর্তুকি প্রত্যাহার করতে চায় রেল ৷
বর্তমানে সুপারফার্স্ট ট্রেনে এসি থ্রি টায়ারের জনপ্রতি ভাড়া পড়ে ১৫৭০ টাকা ৷ কোনও যাত্রী ভর্তুকি ছাড়ার প্রস্তাবে রাজি হলে তাঁকে টিকিটের দাম হিসেবে দিতে হবে মোট ২৭৫০ টাকা ৷ একই হিসেবে ভর্তুকিহীন এসি টু টায়ারের যাত্রী প্রতি ভাড়া পড়বে ৩৯৯০ টাকা ৷ অন্যদিকে, ভর্তুকি ছাড়লে ভাড়া বাড়বে লোকাল ট্রেনেরও ৷ বর্তমানে ভর্তুকির থাকার কারণে যাত্রীরা মোট ভাড়ার মাত্র ৩৬ শতাংশ দাম দিয়েই টিকিট কাটতে পারেন ৷